চিঠি না পেলেও আসা যাবে। সকলের জন্য অপেক্ষায় কনক্লেভ।
Conclave 25 হারিয়ে যাওয়া পোস্টকার্ড ফিরিয়ে আনল মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভ। ডাকের চিঠি পৌঁছে গেল ফোনেফোনে। চিঠিতেই জানা গেল, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুক্রবার দুপুরেই মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভ ২০২৫-এর সূচনা। ইমাজিনের কআয়োজনে আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর বিগত বছরগুলির মতোই মেগা আয়োজনে জমকালো অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছেন বহরমপুর তথা মুর্শিদাবাদবাসী। ইতিমধ্যেই অনুষ্ঠান স্থল মুর্শিদাবাদ জেলা পরিষদের ট্যুরিজম হাব সেজে উঠেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জা, স্টল থেকে শুরু করে মঞ্চের সাজ সবেতেই ঝলক দেখা যাচ্ছে গ্র্যান্ড ইভেন্টের। ব্যস্ততা এখন তুঙ্গে, আর উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। উদ্যোক্তরা জানাচ্ছেন, চিঠি না পেলেও আসা যাবে। সকলের জন্য অপেক্ষায় কনক্লেভ।
দুপুর ৩ টেয় হবে কনক্লেভের উদ্বোধন। সংবর্ধনা জানানো হবে কৃতীদের। এরপর থাকছে প্যানেল ডিসকাশন, বিষয়ঃ ডেস্টিনেশন মুর্শিদাবাদ। কনক্লেভে থাকছে মুর্শিদাবাদ সিল্ক থেকে ছানাবড়ার স্টল। থাকছেন শঙ্খ শিল্পীরা, কাঁঠালিয়ার শিল্পীরা। মুর্শিদাবাদের পাখি নিয়েও হবে প্রদর্শনী।
Conclave 25 মুর্শিদাবাদের প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও বহুমুখী সংস্কৃতি। সেই ঐতিহ্যকেই তুলে ধরা হবে এবারের কনক্লেভে। থাকছে- বহরমপুরের বিখ্যাত ছানাবড়া থেকে কাঠালিয়ার মৃৎশিল্প, ঐতিহ্যবাহী কাঁসার কাজ, শোলা শিল্পের অনন্য নিদর্শন। এছাড়াও জেলার নানা প্রান্তের লোকসংস্কৃতি, হস্তশিল্প ও খাবারের সম্ভার হাজির থাকবে। শুধু প্রদর্শনী নয়, কনক্লেভ হবে ভাবনার, আলোচনার ও সম্ভাবনারও এক মিলনস্থল। জেলার উন্নয়ন, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, সংস্কৃতির সংরক্ষণ, নানা বিষয়ে থাকছে আলোচনা সভা।
Conclave 25 কনক্লেভকে ঘিরে জেলাবাসীর প্রত্যাশা আকাশছোঁয়া। এবারের আসরেও থাকছে বিশেষ অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনীসহ নানা চমকপ্রদ আয়োজন। মুর্শিদাবাদের শিল্প-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডের এক অনন্য মেলবন্ধন ঘটবে এই কনক্লেভে। মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভ শুধু একটি ইভেন্ট নয়, জেলার সম্ভাবনা, প্রতিভা এবং পরিচিতিকে বৃহত্তর প্ল্যাটফর্মে তুলে ধরার এক বিশেষ উদ্যোগ। দুদিনব্যাপী এই মহোৎসবে অংশগ্রহণ করবেন বিভিন্ন প্রান্ত, বিভিন্ন ক্ষেত্র থেকে আগত মানুষজন। সব মিলিয়ে বলা যায়, এই কনক্লেভে মুর্শিদাবাদবাসী সাক্ষী থাকবেন এক স্মরণীয় অভিজ্ঞতার। কনক্লেভ মঞ্চে আর কী চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। এখন কেবল সময়ের অপেক্ষা।