Conclave 2025 মুর্শিদাবাদের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যের কমিউনিটি কনক্লেভের জমকালো উদযাপন

Published By: Imagine Desk | Published On:

Conclave 2025  শহর বহরমপুরে দুদিনের মহোৎসব, মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভ ২০২৫ পরিণত হল মিলন মেলায়।  মাটির টানে জীবনের জয়গান। যেখানে মুর্শিদাবাদ জেলার যা কিছু শুভ, সে সব কিছুর উদযাপন মহা সমারোহে। একদিকে যেমন চোখের সামনে বোনা হচ্ছে বিখ্যাত মুর্শিদাবাদ সিল্ক। অন্যদিকে মৃৎ শিল্পীরা শিল্প সৃষ্টির ব্যস্তায়। বহরমপুরের পঞ্চাননতলায় মুর্শিদাবাদ জেলা পরিষদের ট্যুরিজম হাবে ইমাজিন আয়োজিত মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভের শুভ সূচনায় যেন চাঁদের হাট।  স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্পের সামগ্রী নিয়ে সাজানো স্টল থেকে নিজের হাতে তৈরি পরিবেশবান্ধন পাটের ব্যাগ থেকে রকমারি গয়নাগাটি নিয়ে হাজির মহিলারা। অন্যদিকে  “বার্ডস অফ মুর্শিদাবাদ” এর ফটোগ্রাফ প্রদর্শনীও নজরকারা।

মহিলা ঢাকি দলের সাথে জেলা শাসক

 

প্রদর্শনী ঘুরে দেখছেন বাদশা মৈত্র

 

 

 

 

 

Conclave 2025  শুরুটা হয় রায়বেঁশে নাচ থেকে  মহিলা ঢাকি দলের চোখ ধাঁধানো পারফর্ম্যান্স দিয়ে। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার দিনভর  বহরমপুরের পঞ্চাননতলায় মুর্শিদাবাদ জেলা পরিষদের ট্যুরিজম হাবে চলল মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভের প্রথম দিনের অনুষ্ঠান। বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র থেকে  মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র সহ প্রশাসনিক কর্তা ব্যক্তি, বিভিন্ন ক্ষেত্রের সুনামধন্য প্রতিভাবান বিশিষ্ট অতিথিদের উপস্থিতি সমৃদ্ধ করে পুরো অনুষ্ঠানকে।
শিল্প-শিক্ষা-পর্যটন- সংস্কৃতির আলোয় মুর্শিদাবাদকে  বিশ্ব মানচিত্রে  তুলে ধরার প্রয়াসকে সাধুবাদ জানান প্রত্যেকেই।