এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

College Admission 2025 ৩০০ সিট, ভর্তি ৩২৮! ডিগ্রি কলেজ ছেড়ে কীসের টানে কারিগরি শিক্ষায়?

Published on: November 13, 2025
College Admission 2025

College Admission 2025  বহরমপুর থেকে হরিহরপাড়া, কান্দি থেকে জলঙ্গি-  মুর্শিদাবাদের প্রায় সব কলেজেই স্নাতকে  প্রথম সেমেস্টারে আসন সংখ্যার অধিকাংশই ফাঁকা।  ৭ নভেম্বর ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। শুরু হয়েছে ক্লাস। ক্লাস হচ্ছে হাতে গোনা পড়ুয়া নিয়ে। খাঁ খাঁ করছে ক্লাসরুম। অন্যদিকে ডিগ্রি কলেজ ছেড়ে টেকনিক্যাল ইন্সিটিউটে ভর্তির হিড়িক উপচে পড়ছে।  বহরমপুরের ক্ষেত্রে ছবিটা ঠিক এমনই। আসন সংখ্যার অধিক শিক্ষার্থী ভর্তি বহরমপুরের পলিটেকনিক, আইটিআই- এ। মুর্শিদাবাদ ইন্সটিটিউট অফ টেকনলজি Murshidabad Institute of Technology,  গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট বহরমপুর-   এই দুই কলেজের ভর্তি সংখ্যা অবাক করার মতো।

আরও পড়ুন-

College Admission হাতেগোনা পড়ুয়া নিয়ে ক্লাস চলছে কলেজে! চিন্তায় শিক্ষামহল

College Admission 2025 মুর্শিদাবাদ ইন্সটিটিউট অফ টেকনলজি তে ৫ টি বিভাগ- মোট আসন সংখ্যা ৩০০।  ২০২৫ এ ভর্তি হল কত ? এমআইটি সূত্রে জানা গেছে এবছর আসন সংখ্যা ছাপিয়ে গেছে। ৩০০ আসনে ভর্তি হয়েছেন ৩২৮ জন। পাশাপাশি বহরমপুর আইটিআই Government Industrial Training Institute Berhampore-এ মোট আসন সংখ্যা ৩১৬, ভর্তি সংখ্যা ২৬৬।

College Admission 2025 তাহলে কি শর্ট টার্ম সাকসেস চেয়েই টেকনিকালে বাড়ছে ভর্তির প্রবণতা?

College Admission 2025 মুর্শিদাবাদ ইন্সটিটিউট অফ টেকনলজি-র অধ্যক্ষ দেবাশিস দাস জানিয়েছেন, গুজরাট, মহারাষ্ট্র যে সমস্ত রাজ্যে শিল্প আছে সেখানে চাকরি পেয়ে যায় ছেলেরা। সেইজনই যাতে তারা কিছু করতে পারে এই ভাবে টেকনিকাল লাইনে পড়ার প্রবণতা বেড়েছে। সবাই শর্ট টার্ম সাকসেস চায়। জেনারেল পড়ে অনেকেই হতাশায় ভুগছে। এইজনই এই ট্রেন্ড দেখা যাচ্ছে।

College Admission 2025 কারিগরি শিক্ষার প্রতি আস্থা বৃদ্ধির কারণ কী? কোন কৌশলে ভর্তির ক্রেজ উর্ধ্মুখী?

College Admission 2025 এমআইটি-র অধ্যাপক অরিন্দম চ্যাটার্জি জানিয়েছেন,  পলিটেকনিক এবং আইটিআই সম্পর্কে আগে যেমন অনেকে জানতেই পারত না সেখানে এখন লেকচারাররা কলেজে কলেজে গিয়ে পড়ুয়াদের বোঝাচ্ছেন ফলে আগ্রহ বাড়ছে।  পলিটেকনিক শিক্ষকরা বিভিন্ন স্কুলে গিয়ে  ছাত্রদের মোটিভেট করছেন যে কেন পড়বে পলিটেকনিক? এই তথ্য পেয়ে বেশী করে উৎসাহিত হচ্ছে।

College Admission 2025 চিন্তা বাড়াচ্ছে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন কলেজে ভর্তি সংখ্যা-

ক্র.কলেজের নামমোট আসন সংখ্যাভর্তি সংখ্যা
বহরমপুর কলেজ৬২৩৫২৩৯২
বহরমপুর গার্লস কলেজ১৫৪০৯৫০
কান্দি রাজ কলেজ২৫০০৮০০
কান্দি রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ অফ কমার্স১৫৬৬২৮৬
সালার কলেজ১৮০০৩০০
খড়গ্রামের নগর কলেজ১৭০০৬০০
বড়ঞার পাঁচথুপী হরিপদ গৌরীবালা কলেজ১০৮৫১১৯
নবগ্রাম কলেজ১০০০৪০০
আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়১৫০০৪৭৫
১০ধুলিয়ান নুর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালয়৩০৩৪৮৯৬
১১মুর্শিদাবাদ সুভাষ চন্দ্র বোস কলেজ১৩০০৬৫০
১২হরিহরপাড়ার হাজী এ কে খান কলেজ১৫০৮৩৬০
১৩জলঙ্গী মহাবিদ্যালয়২১৮৯১৮৩
১৪ডোমকল কলেজ২২৯৯৫৮৬
১৫ডোমকল গার্লস কলেজ২৯৩০৩১৯

 

College Admission 2025 তালিকায় দেওয়া এই কটি কলেজ ছাড়াও বাকি কলেজগুলির পরিসংখ্যানও স্বস্তি দায়ক নয়। মুর্শিদাবাদ জেলার সাধারন ডিগ্রি কলেজগুলির হাল দেখে চিন্তায় শিক্ষা মহল।ডিগ্রি কলেজগুলির এই অবস্থা। কীভাবে ঘুরে দাঁড়াবে আবার?

College Admission 2025 বহরমপুর গার্লস কলেজের অধ্যাপিকা কোয়েল গাঙ্গুলি জানান,  খতিয়ে দেখতে হবে কী করলে ছাত্র ছাত্রীরা নতুন উদ্যমে ডিগ্রি কলেজগুলোতে ভর্তি হবে। জুগের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে কলেজের মধ্যেই প্রফেশানাল কোর্সের ব্যবস্থা করে দিতে হবে, যেন প্লেসমেন্ট পায়। বহরমপুর গার্লস কলেজে ক্যারিয়ার অ্যাডভান্সডমেন্ট সেল রয়েছে। সেখান থেকে প্লেসমেন্ট হয়েছে ।  এই বিষয়টা আরও বেশী গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

College Admission 2025 ছাত্র ছাত্রীদের মধ্যে বেড়েছে কর্মজীবন ভিত্তিক পড়াশোনার আকাঙ্ক্ষা। সেক্ষেত্রে ডিগ্রি কলেজগুলো চলে যাচ্ছে ব্যাকফুটে। তার ওপর কর্মসংস্থানের অভাব, এসএসসি বিভ্রাট- সব নিয়ে তৈরি হচ্ছে দোলাচল। ফলে পাল্লাভারি হচ্ছে টেকনিক্যাল কলেজগুলির। জেলা জুড়ে ডিগ্রি কলেজের এই ছবি উদ্বেগ বাড়াচ্ছে শিক্ষা মহলের। অন্যদিকে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে কারিগরি শিক্ষা নিয়ে বাড়ছে আত্মবিশ্বাস। এই অবস্থায় শিক্ষার্থীদের আবার নতুন উদ্যমে ডিগ্রি কলেজমুখি করতে প্রফেশানাল কোর্স চালু, প্লেসমেন্টের সুবিধাই কি একমাত্র হাতিয়ার! প্রশ্ন উঠছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now