মাসুদ আলি, সামশেগঞ্জঃ বড়সড় ধ্বস নামলো সামসেরগঞ্জের পুঠিমারী পল্টন ব্রিজ সংলগ্ন 133-A জাতীয় সড়কে। লাগাতার বৃষ্টির জেরে এবার কয়েকটি মিটার এলাকা জুড়ে ধ্বস নেমেছে। রাস্তায় ধ্বস নামায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। সামশেরগঞ্জের ডাকবাংলা থেকে ঝাড়খান্ড যাওয়ার গুরুত্বপূর্ন 133-A জাতীয় সড়ক।
এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করে। স্থানীয়দের দাবি কিছুদিন থেকেই এই রাস্তায় কিছু কিছু যাওয়ায় ধ্বস নামতে শুরু করে। রবিবার সকালে দেখা যায় প্রায় দেরশো মিটার এলাকা বসে গিয়েছে। রাস্তায় ধ্বস নামায় রাস্তার পাশের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
জাতীয় সড়কে বিস্তীর্ন এলাকা জুড়ে ধস নামায় বিঘ্নিত যান চলাচল। স্থানীয়দের দাবি দ্রুত ধ্বসে যাওয়া জায়গা মেরামত করা হোক। এদিন ধ্বসের জেরে বেশ কিছু বিদ্যুতের খুটিও ভেঙে যায়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে তা ঠিক করে। মুর্শিদাবাদের ডাকবাংলা থেকে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটের সমস্যা। যেহেতু মাটি থেকে উঁচু এই রাস্তাটা তার ফলে প্রায় সময় ধস দেখা যায়। কিন্তু এবার বিশাল আকার ধসের সৃষ্টি হয়েছে।