যন্ত্রনার অবসান । বৃহস্পতিবারই রণগ্রাম ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্ত, কান্দিঃ রাত পোহালেই  চালু হবে রণগ্রামের নতুন ব্রিজ। বৃহস্পতিবার রণগ্রামে দ্বারকা নদীর উপর নতুন ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ভার্চুয়াল মোডে এই সেতুর উদ্বোধন করবে মুখ্যমন্ত্রী।   সেতু নিয়ে  খুশি কান্দির মানুষ।  ২০১৮ সাল থেকে   রণগ্রাম ব্রিজের উপর দিয়ে বন্ধ ছিল ভারি যান চলাচল। এর জেরে সমস্যায় পড়তে হচ্ছিল  সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের। দুর্ভোগ বেড়েছিল অসুস্থদেরও।  পুরোনো ব্রিজের একপাশে  বাসের যাত্রী নামিয়ে  পাড় করা হতো গাড়ি। অন্যপাড়ে গিয়ে বাসে উঠতেন যাত্রীরা।  নতুন ব্রিজ চালু হওয়ায় আগে খুশি স্থানীয়রা।

পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, দেশ স্বাধীন হওয়ার আগে ১৯৩৮ সালে কান্দি ও বহরমপুর শহরের যোগাযোগ তৈরি করতে দ্বারকা নদীর উপর ওই সেতু নির্মাণ করা হয়েছিল। শুধু কান্দি-বহরমপুর নয়, ওই সেতু জুড়ে দিয়েছে, পড়শি বীরভূম ও বর্ধমান জেলাকেও। বহু পুরনো ব্রিজের অবস্থা বেহাল হওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে পাশ দিয়ে ব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেই কাজ এখনও শেষ। বৃহস্পতিবার এই ব্রিজের উদ্বোধন হওয়ায় কথা। তাঁর আগে খুশির হাওয়া কান্দি জুড়ে। গাড়ি চালক থেকে নিত্যযাত্রীও হাঁফ ছেরে বাচছেন।  এখন শুধু অপেক্ষায় কখন ব্রিজের উদ্বোধন হয় আর কখন ব্রিজের উপর দিয়ে ছোটে গাড়ির চাকা।