এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

CM Murshidabad মুর্শিদাবাদে সতর্ক থাকতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Published on: December 4, 2025
CM Murshidabad

CM Murshidabad মুর্শিদাবাদে শান্তি, সম্প্রীতি বজায় রেখে সতর্ক থাকতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে (Berhampore Stadium) তিনি বলেন, ”এস আই আর এর পিছনে আছে এন আর সি। ডিটেনশন ক্যাম্প হতে দেবে না। বর্ডার কার হাতে? বিএসএফ, সি আই এস এফ কার হাতে? আইটিবিপি, পাসপোর্ট, ভিসা কার হাতে? তোমার হাতে। শুধু দোষ দিলে হবে? ভেতরে ভেতরে আমাদের কারও সঙ্গে যোগাযোগ রাখবে। নতুন করে মুর্শিদাবাদে কোনও দাঙ্গা হোক আমি চাই না। আমি চাই, মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা, শান্তির জেলা, কোনও দাঙ্গা প্রশ্রয় দেবেন না।”

আরও পড়ুনঃ CM Berhampore ভাঙন রোধের পরিকল্পনা কেন্দ্রে পাঠানো হয়েছেঃ মমতা

CM Murshidabad একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ছিলাম, আছি, থাকব, শান্তির সঙ্গে বাঁচব। সম্প্রীতির সঙ্গে উন্নয়নের সঙ্গে বাঁচব। সবাইকে নিয়ে বাঁচব। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু -মুসলমান- কবি নজরুল ইসলামের কথা। আমি বাংলা ছেড়ে কথাও যাই না, বাংলাকে বড্ড ভালোবাসি। বিজেপির কাছে মাথা উঁচু করে চলব।

CM Murshidabad উল্লেখ্য, এই বছর উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now