CM Meeting Suti মুর্শিদাবাদে ৭১৮ কোটি ১৯ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Published By: Imagine Desk | Published On:

CM Meeting Suti মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হল ছাবঘাটী ক্ষুদিরাম দাস বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গণে। বেলা ১ টা থেকে শুরু হয় সভা। প্রশাসনিক সভা থেকে মুর্শিদাবাদে ৭১৮ কোটি ১৯ লক্ষ টাকার মোট ১৬৬ টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন হল ৯৩ টি প্রকল্পের এবং  শিলান্যাস হল ৭৩ টি প্রকল্পের।

CM Meeting Suti সভা মঞ্চ থেকেই এদিন  কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাংলার জওয়ান নদীয়ার বাসিন্দা ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নিহত ঝন্টু আলির স্ত্রীর হাতে ১০ লক্ষ টাকার চেক ও হোমগার্ডের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন তিনি। পাশাপাশি সুতি, ধুলিয়ান ও ফারাক্কা নিয়ে নতুন মহকুমা অফিসের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এক দেড় মাসের মধ্যে নতুন সাবডিভিশন তৈরি হবে সুতির প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন তিনি।

CM Meeting Suti সভা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ দাঙ্গা কবলিত মানুষের প্রায় ৪০০ টি পরিবারের সাথে দেখা করেছি, কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার পরিবারগুলির হাতে নানারকম সাহায্য তুলে দিয়েছে। কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে ২৮০ টি পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকার চেক দিয়ে এলাম। যাদের আরও বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে। ‘

CM Meeting Suti এদিনের প্রশাসনিক  সভা থেকে ওয়াকফ আন্দোলন নিয়েও কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ আন্দোলন করতে হলে দিল্লীতে যান। বাংলায় আমি আছি। আর গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষার গ্যারেন্টি আমাদের। সব সম্প্রদায় একসাথে থাকুন। দাঙ্গা নয়, শান্তি চাই। মৃত্যু নয় জীবন চাই, ধ্বংস নয় সৃষ্টি চাই। নো দাঙ্গা।