CM Mamata Banerjee তিন দিনের মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে এমনি আপডেট। সোমবার সকালে একেবারে সাজ সাজ রব দেখা যায় বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে। ঐতিহাসিক ব্যারাক স্কয়ারে হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। সমস্ত প্রোটোকল মেনে আঁটসাঁট নিরাপত্তার ক্ষেত্রে চলছে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি। এদিন সকালে দফায় দফায় চলে হেলিকপ্টারের টেস্ট রান। মাঠের নির্দিষ্ট জায়গা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় শেষ মুহূর্তের প্রস্তুতি।

CM Mamata Banerjee অন্যদিকে বহরমপুর স্টেডিয়ামও- মুখ্যমন্ত্রীর জনসভার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মঞ্চ তৈরি থেকে সাফ সাফাইে স্টেডিয়াম জুড়ে ব্যস্ততা। বৃহস্পতিবার অর্থাৎ ৪ ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামেই জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ২ ডিসেম্বর বহরমপুরে এসে প্রথমে সার্কিট হাউসে বিশ্রাম নেবেন মুখ্যমন্ত্রী। দলীয় নেতা কর্মীদের সাথে সেখানেই বৈঠক করবেন বলেই জানা গেছে। বুধবার দুপুরে বহরমপুর থেকেই মালদায় জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। তারপর হেলিকপ্টারে করে ফের বহরমপুরে ফিরবেন। সার্কিট হাউসে রাত্রিবাস করে বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
CM Mamata Banerjee মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে কীভাবে প্রস্তুতি সাড়ছে তৃনমূল?
CM Mamata Banerjee বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, গোটা মুর্শিদাবাদ জেলার তৃনমূল কর্মী , সাধারন মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা গোটা জেলা মিলিয়ে এক লক্ষের উপর উপস্থিতি বহরমপুর শহরে হবে, স্টেডিয়ামে হবে। বহরমপুর স্টেডিয়ামে এলইডি স্ক্রিনের ব্যবস্থা হচ্ছে। জায়েন্ট স্ক্রিন থাকছে প্যান্ডেলের শেষ দিকে। টয়লেটের ব্যবস্থা থাকছে।

CM Mamata Banerjee বহরমপুরের পাশাপাশি – সামসেরগঞ্জেও জরুরি ভিত্তিতে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। বিশেষ নজর নিরাপত্তা ব্যবস্থায়। হেলিপ্যাডের চারপাশে ব্যারিকেড, নজরদারিতে ওয়াচ টাওয়ার, পর্যাপ্ত আলো এবং জরুরি মেডিক্যাল টিম মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।










