CM in Berhampore বহরমপুরে সার্কিট হাউস থেকে হেঁটে জেলাশাসকের দফতরে (DM Office) মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। বুধবার বিকেলে মালদা থেকে সার্কিট হাউসে ফিরে আসেন তিনি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি জেলা প্রশাসনিক ভবনে যান। সেখানে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি কী নির্দেশ দেন সেই দিকে তাকিয়ে প্রশাসনিক মহল। এদিন বিকেল ৪ টে নাগাদ মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনিক ভবনে আসেন। সেখানে হাজির হন জেলার বিভিন্ন সরকারি দফতরের শীর্ষ আধিকারিকরা।
এদিন ডিএম অফিসের কর্মীরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে অফিস চত্বরে নেমে আসেন। শেষ পাওয়া খবর অনুযায়ী জেলা শাসকের কার্যালয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক চলছে। রয়েছেন জন প্রতিনিধিরা।















