CM in Samserganj অশান্তি বিধ্বস্ত সামসেরগঞ্জে মুখ্যমন্ত্রী, শুনলেন সমস্যা

Published By: Imagine Desk | Published On:

CM in Samserganj  গত এপ্রিল মাসে ওয়াকফ অশান্তিতে বিধ্বস্ত মুর্শিদাবাদেসামসেরগঞ্জ। এই আবহে ঘটনার ২৫ দিন পর সেখানে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে কপ্টারে সামশেরগঞ্জ পৌঁছন তিনি। হেলিপ্যাড থেকে হেঁটে বিডিও অফিসে যান। রাস্তার দু’ধারে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বহু মানুষ। তাঁদের ভিড়ের মাঝেই ব্লক কার্যালয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর সঙ্গে দেখা করার জন্য উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করে অভাব অভিযোগ সমস্যার কথা শোনেন। সঙ্গে ছিলেন ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব মনোজ পন্থ। এরপর সুতিতে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী।

CM in Samserganj  ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে গত মাসে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে বিক্ষিপ্ত অশান্তি তৈরি হয়। ঘটে প্রাণহানিও। অশান্তির মাঝে প্রাণ হারান বাবা-ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাস। বিগত দিনে সামসেরগঞ্জে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার মুখ্যমন্ত্রীর সফর। এই সফর ঘিরে এলাকাবাসীরা কি আশ্বস্ত হলেন? জল্পনা রাজনৈতিক মহলেও।