এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

CM in Berhampore ‘একেবারে প্ল্যান করে ঘটানো হয়েছে, এসব বাংলা সহ্য করবে না!’ মুর্শিদাবাদে কড়া মমতা

Published on: May 5, 2025
CM in Berhampore

CM in Berhampore বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকের শুরুতেই এদিন মুখ্যমন্ত্রী বলেন- ‘ আবহাওয়ার কারণে সকাল সকাল আসতে হয়েছে। আগামীকাল সুতিতে যাব। বিডিও অফিসে যারা আমার সঙ্গে দেখা করতে চান, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমার সাথে কথা বলতে পারেন। মিটিং করার পরে আমি বাড়িতেও যেতাম। কিন্তু যেহেতু বিজেপি ওঁদের সরিয়ে নিয়ে গেছে। বিজেপির বোঝা উচিৎ সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি। তাদের কোন ধর্ম, বর্ণ, জাতি হিসেবে বিচার করিনা। পুলিশের গুলিতেও ১ জন মারা গেছে। তাছাড়া তেহট্টর যে আর্মি মারা গেছেন, তার পরিবারকেও ডেকেছি, সুতিতে আসবে।’

CM in Berhampore মুর্শিদাবাদ জেলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ এমএলএ দের সকলে , হিন্দু-মুসলিম বোথ সাইডে আমি সবার মতামত শুনলাম। আমার সাথে আমার মুখ্য সচিব মনোজ পন্থ ছিলেন, ডিজি রাজীব কুমার ছিলেন, ডিএম ছিলেন। আরও অনেকেই ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সহ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম।’ তিনি  দাবি করেন, ‘ এই জেলায় আমি দেখছি বহিরাগত লোক এসে ধর্মের নামে বিধর্ম কথা বলে, কয়েকজন ধর্মীয় নেতা এসে রাজনৈতিক ফায়দা নেয়।  কয়েকজন ধর্মীয় নেতা সেজেছে যারা পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ বলে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। এরা বাংলার শত্রুদের। সবাই আমার মিত্র, কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না।’

CM in Berhampore মুর্শিদাবাদ জেলা প্রসঙ্গে মমতা বলেন, ‘ মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে, সংস্কৃতি আছে, একসময় বাংলার রাজধানী ছিল।’  তিনি দাবি করেন মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে মাত্র দুটো পার্টে গণ্ডগোল হয়েছে। মমতার হুঁশিয়ারি, ‘ সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে? কী করে করিয়েছেন? কীভাবে করিয়েছেন? আমি এই কটা দিন অনেক ক্রস চেক করিয়েছি। এই টোটাল সত্য তথ্য, আর কিছুটা বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে।’

CM in Berhampore মুখ্যমন্ত্রী বলেন, ‘ আমি নিজেও হিন্দু পরিবারের। আমি কেন হিন্দু মুসলমান করব? আমার কাছে হিন্দু মসুলমান সবাই সমান।’ মমতা প্রশ্ন- চক্রান্ত করে এত ভয় কীসের? ঘটনা ঘটার পরের দিনই তো মানবাধিকার কমিশন চলে এল? ওড়িশা, বিহার, ইউপি, রাজস্থান, দিল্লিতে তো যায়নি। একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে, এবং যারা এই ঘটনায় প্ররোচিত হয়েছে এবং একটা কমিউনিটি আরেকটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছে, তাদের বলব – এসব কিন্তু বাংলা সহ্য করবে না। আমি চক্রান্তের বিরুদ্ধে, দাঙ্গার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে।’

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now