এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

CM Berhampore মালদা উড়ে যাওয়ার আগের মুহূর্তে মুখ্যমন্ত্রী

Published on: December 3, 2025
CM Berhampore

CM Berhampore মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) মালদা উড়ে গেলেন। বুধবার বেলা ১২ টার পরে তিনি ব্যারাক স্কোয়ার থেকে হেলিকপ্টারে মালদা রওনা দিলেন। এদিন সেখানে তাঁর জনসভা রয়েছে। গাজোলে জনসভা করে এদিনই তিনি বহরমপুরে (Berhampore) ফিরবেন।  এদিন ব্যারাক স্কোয়ারে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ওঠার সময় প্রচুর তৃণমূল সমর্থক ভিড় করেন। তাঁদের হাত নেড়ে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে রওনা দেন।  মুখ্যমন্ত্রীর তিন দিনের জেলা সফর ঘিরে কড়া নিরাপত্তা বহরমপুর শহরে।

আরও পড়ুনঃ Mamata Meeting Berhampore মুখ্যমন্ত্রীর বহরমপুরের জনসভা আধ ঘণ্টা এগিয়ে এল

CM Berhampore

CM Berhampore এদিন বহরমপুরে সার্কিট হাউস থেকে বেরনোর সময় জেলা তৃণমূল নেতাদের অনেকে সেখানে ছিলেন। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি, জেলা তৃণমূলের মুখপাত্র আশোক দাস, লালগোলার বিধায়ক মহম্মদ আলিদের দেখা যায়। ছিলেন জেলাশাসক নিতীন সিঙ্ঘানিয়া।

CM Berhampore  উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী ব্যারাক স্কোয়ারে নামেন। আগামীকাল বহরমপুরে তাঁর জনসভা রয়েছে। পরিযায়ী শ্রমিক অধ্যুষিত মুর্শিদাবাদের জন্যে তিনি কী বলেন সেদিকে তাকিয়ে সংশ্লিষ্ট মহল। কারণ ভিন রাজ্যে একের পর এক পরিযায়ী শ্রমিক হেনস্থার খবর সামনে আসছে। ওড়িশা থেকে হেনস্তা করে চার শ্রমিককে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। তাঁরা এদিনই রাজ্যে ফিরেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now