এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ভগবানগোলায় তৃণমূলের মাথা ফাটাল তৃণমূল ! কর্মাধ্যক্ষের মাথায় সেলাই

Published on: September 20, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  ভোটে জিতে  কর্মাধ্যক্ষ হয়েই মাথায় জুটল সেলাই । পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে ধুন্ধুমার কান্ড ভগবানগোলায়।   বুধবার কর্মাধ্যক্ষ নির্বাচনের সভা ছিল ভগবানগোলা ১ পঞ্চায়েত সমিতিতে। স্থানীয় বিধায়ক ইদ্রিশ আলির অভিযোগ,   সেখানে প্রথমে ঢুকতে বাঁধা দেওয়া হয় তাকে। ব্লক সভাপতি আহসানুর রহমান ওরফে বাপনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন  বিধায়ক ইদ্রিশ আলি। তুলেছেন দুর্নীতির অভিযোগ। বিধায়কের অভিযোগ, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য একজনকে কৃষি কর্মাধ্যক্ষ করতে চাইছেন ব্লক সভাপিতি। তবে এদিন দীর্ঘ সভার পর দেখা যায় কৃষি কর্মাধ্যক্ষ হয়েছেন গোলাম সেখ ওরফে  গোলাপ সেখ । এরপর কর্মাধ্যক্ষ ব্লকের বাইরে আসতেই শুরু হয় তৃণমূলের দুই পক্ষের মধ্যে। সেখানেই মাথা ফাটে নবনির্বাচিত কর্মাধ্যক্ষেরই ।  এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সূত্রে খবর তৃণমূলের ব্লক সভাপতি ও বিধায়কের মধ্যে এলাকায় দ্বন্দ্ব দীর্ঘদিনের। কর্মাধ্যক্ষ পদ নিয়ে দুই গোষ্ঠীর কোন্দলের জেরেই এদিনের ঘটনা।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now