Civic Volunteer রাতে বাড়ি ফেরার পথে সিভিক ভলান্টিয়ারের ভয়ঙ্কর পরিণতি কিভাবে ?

Published By: Imagine Desk | Published On:

Civic Volunteer সাগরপাড়ায় রহস্যজনক ভাবে মৃতদেহ উদ্ধার সিভিক ভলান্টিয়ারের। রাস্তার ধার থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত মৃতদেহ । পরিবারের দাবি খুন করা হয়েছে আব্দুর রৌফ নামে ঐ সিভিক ভলান্টিয়ারকে। জানা গিয়েছে শনিবার রাতে সাগরপাড়া থানায় ডিউটি সেরে কুতুবপুরে বাড়ি ফেরার কথা ছিল সিভিক ভলান্টিয়ার আব্দুর রৌফের। তবে রাতে আর বাড়ি ফেরেনি সে।

Civic Volunteer রবিবার সকালে সাগরপাড়ার জয়পুর কালভার্ট সংলগ্ন মাঠের পাশে দেহ উদ্ধার হয় ঐ সিভিক ভলান্টিয়ারের।

পাশেই পরে ছিল তার মোটর বাইকও । প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তার। যদিও পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাকে।

Civic Volunteer এই ঘটনায় মৃতের স্ত্রী মৌসুমী বিশ্বাসের অভিযোগ সকাল ১০টা নাগাদ থানায় ডিউটি যায় আব্দুর রৌফ। সন্ধ্যায় থানায় ইফতার আছে বলে সে বাড়িতে জানায়। রাত ১টা নাগাদ বাড়ি যাওয়ার কথা ছিল। আমার স্বামীর শত্রুর শেষ নেই। আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে, অভিযুক্তদের ফাঁসি চাই । গলা টিপে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মৃতের স্ত্রী।

Civic Volunteer সাগরপাড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিভাবে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। সিভিক ভলান্টিয়ারের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।