Civic Volunteer কেন হাজতে? মুর্শিদাবাদে সিভিক ভলান্টিয়ারের একি কীর্তি ফাঁস!

Published By: Imagine Desk | Published On:

Civic Volunteer নামে সিভিক ভলান্টিয়ার! অথচ তাঁর বিরুদ্ধেই একাধিক অভিযোগ? সিভিক ভলান্টিয়ারের কী কীর্তি ফাঁস হল মুর্শিদাবাদে?  যে ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। উঠেছে নিন্দার ঝড়। বহরমপুর থানার পুলিশের জালে নবগ্রাম থানার কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্তের নাম সুমন সরকার।

Civic Volunteer কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

Civic Volunteer অভিযোগ একাধিক। প্রতারণা এবং চুরির অভিযোগ রয়েছে সুমন সরকারের নামে। অভিযোগ, বহরমপুরের এক ব্যক্তির কাছ থেকে বাইক নিয়ে ফেরত দেন নি ১৫ দিন! এরপরেই থানায় অভিযোগ জানান বাইক মালিক ওই ব্যক্তি। পুলিশ সোমবার রাতে সুমন সরকারকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়। ওই সিভিক ভলান্টিয়ারের নামে রয়েছে প্রতারণার অভিযোগও। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। কার্যত অস্বস্তিতে অভিযুক্ত সিভিক।