Murshidabad News লালগোলায় বিডিওর আবাসনে হামলায় উদ্বিগ্ন এলাকাবাসী, কেন টার্গেট তিনি?

Published By: Imagine Desk | Published On:

এলাকাবাসীর প্রশ্ন, বিডিওর এই অবস্থা হলে সাধারণ মানুষের কী হবে?

 নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদ Murshidabad জেলার লালগোলায় বিডিওর BDO Lalgola  আবাসনে হামলার ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। হতাশা সাধারণ মানুষের মধ্যে। বুধবার মাঝ রাতে এক দল দুষ্কৃতী বিডিও আবাসনে ঢিল ছোড়ে। অভিযোগ গত এক মাস ধরে এই ধরনের ঘটনা ঘটছে। সূত্র মারফত জানা গিয়েছে, বিডিও দেবাশিস মণ্ডল এই বিষয়ে পুলিসকে জানিয়েছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। বৃহস্পতিবার ওই ঘটনার সিসি কামেরার ফুটেজ সামনে আসে। তাতেই আলোড়ন পরে। এলাকাবাসীর প্রশ্ন, বিডিওর যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কী হবে? চর্চা চলছে,, বিডিওকে এভাবে টার্গেট করার পিছনে রাজনীতির কোনও যোগ নেই তো?

Murshidabad News স্থানীয় বাসিন্দা মহম্মদ নাজমুল বলেন, এটা খুব লজ্জার ঘটনা। এখানে পুলিস-প্রশাসন খুব কাছেই আছে। কেন পদক্ষেপ নিচ্ছে না বুঝতে পারছি না। বিডিও নিঃসন্দেহে ভালো মানুষ। আশা করি প্রশাসন ব্যবস্থা নেবে। অপরাধীরা দ্রুত গ্রেফতার হোক। স্থানীয় বাসিন্দা যতীনচন্দ্র দাস বলেন, বিডিও হচ্ছে লালগোলার মালিক। তাঁর ঘরে এই অবস্থা হলে আমাদের ঘরে কী হবে? আমাদের নিরাপত্তা কোথায়? মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মুহাম্মদ মুদাহার হোসেন বলেন, এটা খুব চিন্তার বিষয়। লালগোলায় যেসব আধিকারিকরা চাকরি করতে আসেন এখানে তাঁদের বাড়ি নয়। তাঁদের হাতেই লালগোলার উন্নতি হবে। আমি চাইব, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। তাঁদের আস্থা ফিরিয়ে আনা হোক।