মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ মুর্শিদাবাদে ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় আরও এক শিক্ষা আধিকারিককে গ্রেফতার করল সিআইডি। এবার গ্রেফতার করা হয়েছে জঙ্গিপুরের অ্যাসিসটেন্ট ইনসপেক্টার অফ স্কুল অফিসের আধিকারিক সুশীল কুমার বর্মনকে। জানা গিয়েছে, অ্যাসিসটেন্ট ইনসপেক্টার অফ স্কুল সুশিল কুমার বর্মণই অনিমেষ তেওয়ারীর মাইনে সংক্রান্ত ফাইল ওয়েবসাইতে আপলোড করেছিলেন । কিন্তু এখন খোঁজ মিলছে না সেই ফাইলের। এবার গ্রেফতার করা হল সুশীল কুমার বর্মনকে। এদিন বহরমপুরে আদালতে পেশ করা হয় তাঁকে।
অভিযোগ, সরকারি সুপারিশপত্র এবং নিয়োগপত্র ছাড়াই ছেলে অনিমেষ তেওয়ারিকে নিজের স্কুলে চাকরি দিয়েছিলেন প্রধানশিক্ষক আশিস তেওয়ারি। এই ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা হলে সিআইডির হাতে তদন্তভার যায়। গত ফেব্রুয়ারিতে আশিসকে সিআইডি গ্রেফতার করে। ১৪ জুলাই গ্রেফতার হন অনিমেষ। তদন্তে নেমে সিআইডি আধিকাররা দেখেন, উধাও হয়ে গিয়েছে নিয়োগ সংক্রান্ত ফাইল। একই মামলায় আগে মুর্শিদাবাদ জেলার বিদ্যালয়ের ডিআই পূরবী বিশ্বাস দে-সহ আরও দুই করণিককে গ্রেফতার করেছিল সিআইডি । তাঁরা সকলেই জামিন পেয়েছেন। জামিন পেয়েছেন ওই বিদ্যালয়ের প্ৰধান শিক্ষক আশিস তিওয়ারিও। তবে অভিযুক্ত অনিমেষ তেওয়ারী এখনও জেল হেফাজতে রয়েছেন। এবার ফের শিক্ষা দপ্তরের আরেক আধিকারিককে গ্রেফতার করল সিআইডি। ধৃতের দিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।