CHRISTMAS স্যান্টা- কেক- ক্যারল থেকে ক্রিসমাস ট্রি- বড়দিনের আনন্দে মাতোয়ারা আট থেকে আশি। আজ বড়দিন CHRISTMAS। খ্রিস্টান ধর্মালম্বীদের উৎসবে মেতে ওঠে বাঙালিও। উৎসবের মেজাজ শহর বহরমপুরেও। শহরের গীর্জায় গীর্জায় দর্শনার্থীদের ভিড়। আলোর মালায় সাজিয়ে তোলা হয় গীর্জা প্রাঙ্গণ। ২৫ শের সকালে চার্চে হয় বিশেষ প্রার্থনা, গাওয়া হয় ক্যারল। প্রতিবারের মতো এবারেও সাজিয়ে তোলা হয়েছে বহরমপুরের ক্যাথলিক চার্চ Catholic Church । চার্চের অন্দরেই সাজিয়ে তোলা হয়েছে যীশুর জন্ম বৃত্তান্ত।
দর্শনার্থীদের জন্য দুপুর থেকে খুলে দেওয়া হয় চার্চের গর্বগৃহ। কেউ করলেন প্রার্থনা, কেউ তুললেন সেলফি।
CHRISTMAS উৎসবে মাতোয়ারা সব বয়সীরা।
CHRISTMAS বড়দিন থেকে ২৭ শে ডিসেম্বর অবধি গীর্জা প্রাঙ্গণ ও উপাসনা গৃহ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত। ক্যাথলিক চার্চের ফাদার ডেভিড মণ্ডল বলেন, ” আমাদের প্রভু যীশু, যাকে আমরা আমাদের ত্রাণকর্তা বলে মানি। আমাদের চার সপ্তাহ ধরে প্রস্তুতি চলে। আমরা ধ্যান করি। রবিবারের উপাসনায় মনে করিয়ে দেওয়া হয় তিনি আসছেন। নবাহ পালন করা হয়। ২৪ তারিখ সন্ধ্যায় প্রথম খৃষ্টযজ্ঞ পালন হয়। রাত ৯ টার সময় বিশেষ প্রার্থনা উৎসর্গ করা হয়। ভক্তরা সেখানে উপস্থিত ছিলেন, আজ সকালেও একইভাবে প্রার্থনা হয়েছে। সন্ধ্যেবেলাতেও গীর্জা ঘর দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।”