খুদেদের নিয়ে স্পোর্টস, পিকনিক স্মৃতি চ্যারেটেবল ট্রাস্টের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ দৌড়, স্কিপিং সহ বিভিন্ন স্পোর্টসের মধ্য দিয়ে বছর শেষে ক্রীড়া প্রতিযোগিতা হল বহরমপুরে। দু’দিনের এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হল বহরমপুরের বানজেটিয়ার স্মৃতি চ্যারেটেবল ট্রাস্টের মাঠে। এই ট্রাষ্ট ও নার্সারি শহর তথা জেলার একটি স্বনামধন্য নার্সারি। বহরমপুরের গাছ প্রেমী মানুষ সকলেই একনামে চেনেন স্মৃতি চ্যারেটেবল ট্রাস্ট ও নার্সারির কর্ণধার সাফিউল মুজনেবিনকে। গাছ নিয়েই তাঁর কাজ, বছরের বিভিন্ন সময়ে গাছ নিয়ে নানান কর্মসূচি নিয়ে থাকে এই ট্রাষ্ট। প্রকৃতিপ্রেমী সফিউল প্রতি বছরেই এইসময়ে এখানে বনভোজন আয়োজন করে থাকে তবে এই বছর তাঁর উদ্যোগেই এলাকার খুদেদের নিয়ে হয়ে গেল ক্রীড়া প্রতিযোগিতা। মাঠে খেলা দেখতে জড়ো হয়েছিলেন স্থানীয়রা। বাচ্চাদের মাঠে খেলতে দেখে আনন্দিত স্থানীয় বাসিন্দা নন্দরানী ওরাও। বছর শেষ ও শুরুর লগ্নে বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ।পায়রা উড়িয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হল শনিবার। ১০০ মিটার ২০০ মিটার দৌড়, লং জাম্পের পাশাপাশি একাধিক খেলায় মেতেছেন এলাকার খুদেরা। শনিবার শুরু হয়ে সোমবার পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বছরের প্রথমদিনে হবে এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দুস্থ পরিবারদের শীতবস্ত্রও দেওয়া হবে জানান, স্মৃতি চ্যারেটেবল ট্রাস্ট ও নার্সারির কর্ণধার সাফিউল মুজনেবিন।