Children’s Day celebration ঠিক যেন মুক্তির স্বাদ, পড়ার বই, ক্লাসরুমের বাইরে একেবারে খোলা আকাশের নীচে সেলিব্রেশন শিশুদের। প্রতি বছরের মতো এবারেও একই ভাবে হইহই করে শিশু দিবসের আনন্দে মেতে উঠল বহরমপুরের মেরি ইমাকুলেট স্কুলের পড়ুয়ারা। স্কুল প্রাঙ্গণে ঠিক যেন উইন্টার কার্নিভাল। রঙিন চারপাশ, রঙিন স্টলে ব্যস্ততা, ভিড়। কোথাও প্রদর্শনী, কোথাও বইয়ের সম্ভার, কোথাও দেখানো হচ্ছে প্রেসেন্টেশন, কোন স্টলে আবার খানাপিনার এলাহি আয়োজন। এভাবেই একটা দিন হুল্লোড় করে কাটাল পড়ুয়ারা। আনন্দে সামিল শিক্ষক, শিক্ষিকা, প্রাক্তনী, অভিভাবক সকলে।
Children’s Day celebration ১৪ ই নভেম্বর- ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্ম দিবসে কচিকাঁচাদের জন্য উদযাপিত একটি বিশেষ দিন। দেশের ভবিষ্যৎ শিশুরাই- শিশু মনের বিকাশ ঘটাতে এই দিনের তাৎপর্য গুরুত্বপূর্ণ, আর তাই প্রতি বছরের মতো এবারেও চিলড্রেন্স ডে উপলক্ষ্যে হইচই, আনন্দ স্কুল প্রাঙ্গণে। সকাল থেকেই স্কুল জুড়ে সাজো সাজো রব। এই সেলিব্রেশনের মূল আকর্ষণ বিভিন্ন ধরনের আউটডোর গেমস, ম্যাজিক শো, রকমারি খাবারের স্টল। বিজ্ঞান প্রদর্শনী, বিভিন্ন মডেল- হাতের তৈরি নানান সামগ্রীর সম্ভারে সেজে ওঠে বহু স্টল। ছাত্র ছাত্রীরা হোম মেড খাবার দিয়ে স্টল সাজায়। ছিল বইয়ের স্টলও। খাবার স্টলে খাবার খেতে উপচে পড়ে ভিড়। শিশু দিবসে স্কুলের পড়ুয়ারা আয়োজন করে সবটাই। উদ্দেশ্য একটাই, উপার্জিত অর্থ তুলে দেওয়া কোন অবহেলিত শিশু কিংবা দুঃস্থ পরিবারের হাতে। এদিন অনুষ্ঠানে সামিল হন প্রাক্তনীরাও।