এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Children’s book fair শিশুদের জন্য বই মেলা বহরমপুরে, শিশুরা বইমুখী হচ্ছে?

Published on: December 17, 2024
Children's book fair

Children’s book fair ভারতবর্ষের প্রথম শিশু বই মেলা শুরু হয় শহর বহরমপুরেই। দেখতে দেখতে ৩২ বছরে পা দিল শিশুদের বই মেলা। শিশুদের বইমুখী করতে শিশুদের জন্য বইমেলা বহরমপুরে শিশু কল্যাণ মূলক সংস্থা সূর্যসেনা পরিবারের আয়োজনে। ৩২ তম মুর্শিদাবাদ জেলা শিশু বইমেলা ও সাংস্কৃতিক উৎসব চলছে বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ স্কুল মাঠে। ছোটদের জন্য বইয়ের সম্ভারে সেজেছে মেলার স্টল।

বই মেলায় পাঠকদের উপস্থিতি, শিশুদের জন্য বই নিয়ে কী ভাবনা সূর্যসেনা পরিবারের?

সূর্যসেনা পরিবারের সম্পাদক নির্মল সরকার বলেন, ” বই পড়া মানেই মনে হয় ভারী ভারী বই। যাদের জন্য যেরকম বই সেই বই দেওয়া হয়না। অভিভাবকদের মধ্যেও সচতেনতার অভাব রয়েছে। সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে। পাশাপাশি বই বিক্রির পদ্ধতিও পাল্টাতে হবে।”

Children’s book fair এবছর শিশু বই মেলায় নতুন নতুন বইয়ের দেখা মেলে।

‘চিড়িয়াখানায় একদিন’ থেকে ‘পক্ষী জগৎ’, ‘পরিবেশ দূষণ’ থেকে ‘ভূমিকম্প আর দাবানল’ – বইয়ের পাতা উল্টেপাল্টে দেখে খুদে পাঠকরা। আয়োজকরাও চান বই পড়ার মাধ্যমে জ্ঞ্যানের সঞ্চার হোক শিশুদের। গুগল সার্চ করে বা স্মার্ট ফোনের স্ক্রিনে গেম খেলে নয়! বইয়ের গুরুত্ব বুঝুক শিশু মন। মেলায় আসা সাংস্কৃতিক কর্মী থেকে শিক্ষকেরাও বই মেলা নিয়ে উৎসাহী। সাংস্কৃতিক কর্মী দীপক দাস বলেন, ” সূর্যসেনা পরিবার ৩২ বছর ধরে লড়াই করে যাচ্ছে। শিশুদের আঁকা থেকে নাটক শেখানো, সংস্কৃতিমুখী করে তোলার ক্ষেত্রে শিশুদের নিয়েই তাদের লক্ষ্য। যান্ত্রিক এই যুগে বই মেলার আয়োজনে তারা কৃতজ্ঞতার প্রাপ্য”। বহরমপুরের সেবা মিলনী হাইস্কুলের সহ শিক্ষক মন্টু কুমার সরকার বলেন, ” শুধু বহরমপুর শহরেই নয় শিশু বই মেলা বিভিন্ন গ্রামাঞ্চলেও হয়ে থাকে তাহলে মোবাইলের আসক্তি থেকে বাচ্চাদের কিছুটা হলেও দূরে রাখা সম্ভব”।

Children’s book fair  শিশুদের বই পড়ার আগ্রহ থাকলেও বই মেলা ঘিরে অভিভাবকরা কতটা সচেতন?

শিশুদের উপযোগী বই কেনার ক্ষেত্রে আগ্রহ কি কমছে অভিভাবকদের? সূর্যসেনা পরিবারের এক কর্মী শ্রাবণী রায় বলেন, ” ছোটদের মধ্যে বই পড়ার আগ্রহ রয়েছে। সন্তানের হাতে মোবাইল না বই তুলে দেবেন! অভিভাবকদের আরও সচতেন হতে হবে।

Children’s book fair  শীতের দুপুরে বাবা, মায়ের হাত ধরে মেলায় খুদে পাঠকদের দেখা যায় এদিন। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতায় অংশ নেয়। শিশু বই মেলা ঘিরে অভিভবাকেরাও খুশি।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now