শিশুমৃত্যু ঘিরে ধুন্ধুমার বেলডাঙার Beldanga বেসরকারি হাসপাতাল। চিকিৎসায় Treatment গাফিলতির অভিযোগে সোমবার সন্ধ্যায় বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবার। শনিবার বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছিল ওই শিশুর Child । তবে সোমবার দুপুর থেকেই অসুস্থ হয়ে পড়ে নবজাতক। পরিবারের দাবি, ঠিক মতো নিশ্বাস নিতে পারছিল না ওই শিশু। শিশুকে বাইরে এক চিকিৎসকের কাছে নিয়ে যেতে বলে হাসপাতাল কতৃপক্ষ।
পরিবারের দাবি, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই শিশুর। সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুকে মৃত বলে ঘোষোণা করেন চিকিৎসকরা। সেখান থেকেই পরিবার জানতে পারে, গুরতর অসুস্থ ছিল ওই শিশু। প্রয়জন ছিল উন্নত চিকিৎসার। মেডিক্যাল কলেজ হাসপাতালে সেই ধরণের চিকিৎসা মিললেও পরিবারকে কিছু জানায় নি হাসপাতাল। মৃত শিশুর বাবা আব্দুল মোতালেবের দাবি, বেসরকারি হাসপাতালের গাফিলতিতেই মৃত্যু হয়েছে সন্তানের।
পরিবারের প্রশ্ন, নবজাতক অসুস্থ জেনেও কেন চিকিৎসার ব্যবস্থা করে নি হাসপাতাল ? কেন পরিবারকে কিছু জানান নি চিকিৎসকরা ?