এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Chattpuja 2025 ছট পুজোয় বহরমপুরে সাজছে ঘাট

Published on: October 27, 2025
Chattpuja 2025

Chattpuja 2025  পশ্চিমবঙ্গে এখন চারিদিকে উৎসবের আবহ। দীপাবলির Diwali রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে সূর্য উপাসনার পবিত্র উৎসব ছট পূজা। মূলত বিহার, ঝাড়খণ্ড ও পূর্ব উত্তরপ্রদেশে এই উৎসবের প্রচলন থাকলেও, এখন বহরমপুর, বোলপুর, দুর্গাপুর,  কলকাতা, হাওড়া, আসানসোল, সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সমান উৎসাহে পালিত হয় এই পূজা। নদীর ঘাটে, পুকুর পাড়ে, এমনকি বাড়ির ছাদেও চলছে সাজসজ্জা ও প্রস্তুতির কাজ।

আরও পড়ুনঃ Chhath Berhampore: ছটে বাজার নেই, ‘বাঁশ’ কি? মন খারাপ কুলো বিক্রেতাদের

Chattpuja 2025 এদিকে, ঘাট সাজানোর প্রস্তুতি এখন তুঙ্গে। বহরমপুরে ভাগীরথীর ঘাটে চলছে ফুলের সাজ। ঘাট পরিষ্কার রাখা, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা, এবং ভক্তদের জন্য জল সরবরাহ—সব কিছুতেই জোর দেওয়া হয়েছে।

Chattpuja 2025 পুলিশ প্রশাসনও নেমে পড়েছে নিরাপত্তার দায়িত্বে।

ভক্তদের মতে,  ছটপুজোর উদযাপন  আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক। সূর্যদেব ও উষাদেবীর আরাধনার মাধ্যমে স্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন তাঁরা। খরনার প্রসাদ পরিবার ও প্রতিবেশীদের মধ্যে ভাগ করে নেওয়া হয়, যা সামাজিক সম্প্রীতিরও প্রতীক।

Chattpuja 2025 সূর্য উপাসনার এই প্রাচীন উৎসবে বাংলার মাটিতেও এখন জেগে উঠছে নতুন উচ্ছ্বাস ও ঐক্যের বার্তা।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now