Chatt Drowned সুতিতে ছটের স্নানে এসে তলিয়ে গেল কিশোর। ভোরে মুর্শিদাবাদের সুতিতে নদীতে স্নানে নেমেছিলেন অনেকেই। সেই সময়ে স্নানে নেমেছিল বছর ১৪র বুবাই দত্ত। তারপর নদীতে তলিয়ে যায় ওই কিশোর।
আরও পড়ুনঃ Cyclone Dana সামসেরগঞ্জে উত্তাল গঙ্গা। ডুবে গেল জেলেদের নৌকা। খোঁজ চলছে
Chatt Drowned কোথায় ঘটল ?
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সুতি থানার Suti Police Station অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের সামনে গঙ্গার ঘাটে স্নান করছিলেন পূণ্যার্থীরা। সেই সময়েই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সুতি থানার বারুইপাড়ায় এলাকায়। বাড়ি এই কিশোরের। পরিবারের সদস্যদের সঙ্গেই ছটের স্নানে এসেছিল সে।
Chatt Drowned কীভাবে ঘটল ?
ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই স্নানে নামেন সকলে। সেই সময়েই তলিয়ে যায় ওই কিশোর। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মানুষ জন চেষ্টা করলেও উদ্ধার করা সম্ভব হয়নি। ক্রমশ জলে তলিয়ে যেতে থাকে ওই কিশোর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে। ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।









