এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad News: জঙ্গীপুরের সাংসদকে তুলোধনা ফরাক্কার তৃণমূল বিধায়কের

Published on: September 8, 2025
Murshidabad News

বিধানসভা ভোটের আগে অস্বস্তি বাড়ল শাসকদলে

নিজস্ব প্রতিনিধিঃ ফরাক্কার তৃণমূল TMC বিধায়ক মনিরুল ইসলাম Manirul Islam একটি সভা থেকে দলের সাংসদ তথা জেলা সভাপতি খলিলুর রহমানকে Khalilur rahaman তুলোধনা করলেন। ফরাক্কার বিধায়ক একাধিক অভিযোগে তৃণমূলের জঙ্গীপুর সাংগঠনিক জেলার সভাপতিকে কাঠগড়ায় তুলেছেন। মনিরুল বলেছেন, ”আজাদ মস্তাককে চেনেন? তাঁর দাদুর নাম বললে চিনতে পারবেন। লজ্জা করা উচিত তুমি জেলা সভাপতি! টিকিট মমতা ব্যানার্জি দেবেন। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ? বিশৃঙ্খলা তৈরি করছ? তুমি সংগঠনের মাথার উপরে বসে আছ? তুমি অভিভাবক। তোমার এই বিষয়গুলি দেখা উচিত। তুমি মমতা ব্যানার্জির উপরে আস্থা, ভরসা রাখতে পারো না। তুমি অভিষেক ব্যানার্জির উপরে আস্থা, ভরসা রাখতে পারছো না। রাজ্যকে আমি জানিয়েছি, যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে, তাঁকে রাজনৈতিক ভাবে এক ইঞ্চি মাটি ছেড়ে কথা বলব না। তাতে ব্লক সভাপতি হোক, আর জেলা সভাপতি হোক। একটাই কথা বলছি, আপনাদের গোলাম আমি। আপনারা কারও গোলাম নয়। আপনাদের দয়াতে আমি এমএলএ হয়েছি। তাই আপনাদের কথা শুনব। কিন্তু সংগঠনের মাথায় চড়ে তুমি দলকে দুর্বল করবে? পুরো জেলাতে কোথাও বৌ, কোথাও ছেলে, কোথাও ভাইপো, কোথাও ভাই, জেলাটি লিখে নিয়েছ নাকি? কাজের নিরিখে-গুণ্ডা,মস্তানি করে নয়। যে ভালো কাজ করবে, মূল্যায়ন করে ভোট দেবেন”। উল্লেখ্য, এই বিষয়ে জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, খানিকটা অবাক হয়েছি। অভিযোগগুলি সব ভিত্তিহীন। এই বিষয়ে রাজ্যকে, রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। যা বলার রাজ্য করবে।

Murshidabad News এগিয়ে আসছে বিধানসভা ভোট। তার আগে যে ভাষায় দলের বিধায়ক, দলের সাংসদকে আক্রমণ করলেন তা অস্বস্তি বাড়াল শাসক দলের। এদিন মনিরুল সুর চড়িয়ে আরও বলেন, ”যারা তৃণমূলের খাবে, পড়বে ও তৃণমূলের সভাকে বানচাল করার স্বপ্ন দেখছে। তার স্বপ্নতে বালি। জনগণ কারও পোষা গোলাম নয়। আমরা আপনাদের গোলাম। আপনারা ভোট দিয়েছেন বলে আমি এমএলএ হয়েছি। আপনার কাছে আমি ঋণী । আপনি আমার কাছে ঋণী নয়। এই ঋণ শোধ করবো। উন্নয়নের মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে শোধ করবো। আমি ঝগড়া বাধাই না। আমি মাফিয়া নই। আমি জমি মাফিয়া নই। দুষ্কৃতী নই। আমার একটি পরিচিতি আছে। আমার বংশের, আমার খানদানের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now