নিজস্ব প্রতিবেদনঃ এগিয়ে আসছে বিধানসভা ভোট। তার আগে মহিলা সংগঠনকে শক্তিশালী করার ডাক তৃণমূলের। এসআইআর আবহেই এবার বহরমপুর-মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভা হল রবিবার বহরমপুরে। কর্মীসভায় মহিলা কর্মীদের অক্সিজেন যোগালেন রাজ্য মহিলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। সংগঠনকে শক্তিশালী করতে মহিলা কর্মীদের ভূমিকা বোঝালেন তিনি। চন্দ্রিমা বললেন, মহিলা কর্মীরা প্রত্যেকেই নেত্রী, সভানেত্রী। ভোটের আগে এভাবেই টোটকা দিলেন চন্দ্রিমা।
আরও পড়ুনঃ Humayun Kabir SIR নিয়ে তৃণমূল বিজেপিকে নিশানা হুমায়ুন কবিরের

সেই একই কথা শোনা গেল বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকারের কথাতেও। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর একের পর এক মন্তব্য করে জেলায় দলকে অস্বস্তিতে ফেলেছেন। আলাদা দল গড়ার ঘোষণাও করেছেন। জেলায় বিভিন্ন ব্লকে গোষ্ঠী দ্বন্দ্ব সামনে আসছে। অন্যের দাদাগিরি না মানা নিয়ে হুমায়ুনের মতো চড়া সুরে না হলেও জেলায় অসন্তোষ মাঝে মাঝেই প্রকাশ্যে আসে। সেই প্রেক্ষিতে রাজ্য নেতৃত্বের এই বার্তাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Chandrima Bhattacharya Berhampore চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আপনারা হলেন দলের আসল সম্পদ। তাই আমার আগে যে কথা বলছিল অপূর্ব, নিজেদের নেতৃত্ব নিজেরা দেবেন। ভাববেন আমিই সভানেত্রী, আমিই সভাপতি। তাহলেই আপনি ভালো করে আপনার সংগঠনকে শক্তিশালী করতে পারবেন।
জেলা সভাপতি অপূর্ব সরকার থেকে জেলা সভানেত্রী ফতেমা বিবি, নওদার বিধায়ক সাহিনা মমতাজ খান, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক, মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতা, কর্মীরা এক ছাদের তলায় হাজির ছিলেন এদিন।
অপূর্ব সরকার বলেন, আমাদের মাতঙ্গিনী হাজরা, বেগম রোকেয়ারা এখানে আছেন। অপূর্ব সরকার জেলার সভাপতি হলেও জেলার সভাপতি, সভানেত্রী আপনারা, মহিলারা। আপনারা, তৃণমূল কর্মীরা নিজেদেরকে সভাপতি ভাবুন, সভানেত্রী ভাবুন।
Chandrima Bhattacharya Berhampore মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, আমাদের ২০২৬-এ নির্বাচন। সেই নির্বাচনে আপনারা যেটুকু সময় তৃণমূলকে দিচ্ছেন, এটুকু বলব যারা আমাদের কান ভাঙ্গানোর জন্যে বলতে আসে পাড়া প্রতিবেশীতে, রাজনীতির ময়দানেও, তাঁদেরকে কড়া যুক্তি দিয়ে বিরোধিতা করবেন।









