২৪’এ হজে যেতে আবশ্যিক কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট

Published By: Madhyabanga News | Published On:

ঋত্বিক দেবনাথ, বহরমপুরঃ এবার হজে যেতে গেলে আপলোড করতে হবে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার সার্টিফিকেট। সাথে ওয়েবসাইটে আপলোড করতে হবে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি। ২০২৪ সালে হজযাত্রার জন্য শুরু হয়েছে রেজিস্ট্রেশন। এই বছর ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে হজযাত্রার রেজিস্ট্রেশন । অনলাইনেই এই রেজিস্ট্রেশন করতে হবে। ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন।

https://www.hajcommittee.gov.in/ – এই ওয়েবসাইটে গিয়ে অথবা Haj Suvidha -নামের অ্যাপেও রেজিস্ট্রেশন করানো যাবে। পশ্চিমবঙ্গ হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আবেদন করার আগে বেশ কিছু ডকুমেন্ট স্ক্যান করে রাখতে হবে।
ডকুমেন্টগুলি হলঃ
১) পাসপোর্টের প্রথম পাতা ও শেষ পাতা। তবে পাসপোর্টের বৈধতা কমপক্ষে ৩১ জানুয়ারি ২০২০ হতে হবে।
২) ৩.৫ বাই ৩.৫ সেন্টিমিটার সাইজের পাসপোর্ট রঙিন ছবি।
৩) কোভিড ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের সার্টিফিকেট।
৪) রক্তের গ্রুপ
৫) ঠিকানাঃ আধার কার্ড/ ভোটার কার্ড
৬) নিকট আত্মীয় নাম, সম্পর্ক ও মোবাইল নম্বর
৭) দরখাস্তকারীর হোয়াটস্যাপ নম্বর ও মোবাইল নম্বর
৮) ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ ( বাতিল চেক/ ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা)
ইসলাম ধর্মালম্বীরা বিশ্বাস করেন, হজ হল আল্লাহর সেতুবন্ধনের উপায় । আর্থিক ও শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের জন্য হজ ‘ ফরজ ইবাদত’।

২০২৩ সালে সৌদি আরবে হজ যাত্রায় অংশ নিয়েছিলেন প্রায় ২০ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম। আরব প্রশাসনের দাবি, এই বছর হজ তীর্থযাত্রীদের সংখ্যা আরও বাড়বে।