CBI NIA-র র‍্যাডারে মুর্শিদাবাদ – কি বলছেন আমজনতা

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: ঘটনা থেকে দুর্ঘটনা, রাজনৈতিক থেকে সাংস্কৃতিক- ইস্যু যাই হক- বরাবর খবরের শিরনামে থাকে মুর্শিদাবাদ। তবে এবারের ইস্যু একটু স্পর্শকাতর। প্রথমে NIA র তল্লাশি তার ওপর দোসর CBI. মুর্শিদাবাদ থেকে আল কায়দা যোগে ৬ জনকে গ্রেপ্তারের পর দফায় দফায় চলছে তল্লাশি, অভিযান। নানান চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ১৯ শে সেপ্টেম্বর থেকে আল কায়গা জঙ্গি যোগে ডোমকল, জলঙ্গি, রানিনগর যেন হট স্পট। তাতেই শেষ নয়- ২৩ শে সেপ্টেম্বর গ্রু পাচার চক্রে জড়িতদের হদিশ পেতে রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় চলে সিবিআই এর অভিযান। মুর্শিদাবাদেও সিবিআই অভিযান চালায় সীমান্তবর্তি একাধিক স্পর্শকাতর এলাকায়। লাগাতার ক দিন ধরে এমন তৎপরতায় অনেকেই প্রশ্ন তুলেছেন- মুর্শিদাবাদ কি তাহলে জঙ্গিদের আঁতুড়ঘর? মুর্শিদাবাদকেই কেন টার্গেট করা হচ্ছে বার বার। আম জনতা কি বলছেন? তারা কতটা ওয়াকিবহাল?

স্পেশ্যাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ

See also  যেখানে শেয়ালের ভয়! লালগোলায় ছাগলের পালে লুকিয়ে শেয়াল।