এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

লাল ট্রলি নিয়ে জাফিকুলের বাড়ি ছাড়ল সিবিআই

Published on: November 30, 2023

নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ ঘড়ির কাঁটায় রাত সাড়ে আটটা। হিম পড়ছে। প্রায় শুকনো মুখে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের “প্রাসাদ” ছেড়ে বেড়িয়ে গেলেন কেন্দ্রের গোয়েন্দা বাহিনী। সঙ্গে নিয়ে গেলেন, ট্রলি ভর্তি ২৮ লক্ষ টাকা আর অল্প কিছু গহনা, কিছু গুরুত্বপূর্ণ নথি । ডোমকলের তৃণমূল  বিধায়কের বিএড,  ডিএলএড কলেজেও চলে তল্লাশি। তবে শেষ পর্যন্ত কেন্দ্রের গোয়েন্দা বাহিনীকে মুখই দেখালেন না বিধায়ক। খোঁচাটা থেকেই গেল ডোমকলবাসীর কাছে। যা শুনে তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সংগঠনের জেলা সভাপতি অপূর্ব সরকার বলছেন, “জাফিকুল একজন ব্যবসায়ী। তাঁর বাড়িতে ২৮-৩০ লক্ষ টাকা পাওয়া যেতেই পারে। ”

অন্যদিকে প্রায় ৮ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর বড়ঞার কুলিতে ব্যবসায়ী বাড়ি ও কলেজ থেকেও বেড়িয়ে যান সিবিআই আধিকারিকেরা। সিবিআই সূত্রে খবর, এদিন তারা কিছু ওএমআর সিট, ব্যঙ্ক অ্যাকাউন্ট ও সজল আনসারির ভাই এর একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। সকাল ৯টা থেকে বড়ঞার বাসিন্দা সজল আনসারির বাড়িতে হানা দেয় সিবিআই দল। সেখানে তার বাড়িতে তল্লাশি শুরু হয়। দুপুরে  আখেরদিঘী এলাকায় বিএড কলেজে হানা দেয় সিবিআই এর দল। বাড়িতে তল্লাশির পাশাপাশি বিএড কলেজেও দিনভর তল্লাশি চালানো হয়। কলেজে প্রথমে নিয়ে যাওয়া হয় সজল আনসারির ভাই চঞ্চল আনসারিকে। কিছুক্ষন পর কলেজে নিয়ে আসা হয় সজল আনসারির বাবা আনারুল আনসারিকেও। কলেজ ও বাড়িতে টানা তল্লাশি চালানোর পর ৫টা নাগাদ দুই জায়গা থেকেই বেড়িয়ে যান সিবিআই দল। সিবিআই সূত্রে খবর এখান থেকে ওএমআর সিট, ব্যঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ও সজল আনসারির ভাই এর একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now