নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ সাগরপাড়ায় চুরি করতে এসে হাতেনাতে ধরা পরে গেল ‘চোর’। পরে তাকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সাগরপাড়ার সীমান্তবর্তী খয়েরতলা এলাকায় কয়েকজন অপরিচিত মানুষকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের।
গ্রামবাসীরা চোর বলেই তাড়া করতেই ওই ব্যক্তি পাল্টা বোমা ফাটিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। যদিও নিস্তার পায় নি চোর। গ্রামবাসীদের হাতে ধরা পরে । এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। গ্রামবাসীরা ধৃতকে পুলিশের হাতে তুলে দেয়। গ্রামবাসীদের দাবি চুরি করতে এসেছিল তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে ধরা হয়।