মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ গোরু পাচারের তদন্তে এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জরুর গ্রাম পঞ্চায়েতে হানা দিল সিআইডি । বুধবার সকাল এ রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েত অফিসে আসেন সিআইডির তিন সদস্যের প্রতিনিধি দল । চলে অভিযান।
আচমকাই এই অভিযানে অস্বস্তিতে পড়েন পঞ্চায়েত কর্মীরাও । এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান মঞ্জুরি বিবি ও তার স্বামী মজিবুর রহমান কে জিজ্ঞাসাবাদ করে সিআইডি আধিকারিকরা । সূত্রের খবর, খোয়ারের ট্রেড লাইসেন্স নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । কবে পার্মিশেন দেওয়া হয় সে বিষয়েও খোঁজ নেওয়া হয়। উল্লেখ্য শনিবার সিআইডির হাতে ধরা পরে গরু পাচার কাণ্ডে ধৃত এনামূল ঘনিষ্ঠ রঘুনাথগঞ্জের ব্যবসায়ী জেনারুল সেখ । তারই খোয়ারের অনুমতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে আসে সিআইডি প্রতিনিধিরা। প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে জিজ্ঞাসাবাদ