Cattle Smuggling মুর্শিদাবাদের ডোমকলে Domkal মোষ পাচার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম ওয়াজেদ আলি হালসানা। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের Murshidabad ডোমকলের রায়পুর কুপিলা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
Cattle Smuggling পরিবারের দাবি, কুপিলা এলাকার দুই ভাই দীর্ঘদিন ধরে অবৈধ চোরাচালান, বিশেষত গরু ও মোষ পাচারের সঙ্গে যুক্ত । অভিযোগ, সোমবার রাতেও ঠিক একই কাজ করতে গিয়েই ঘটে বিপত্তি। ওয়াজেদ আলি হালসানাকে ‘রাখাল’ হিসেবে কাজে নিয়ে যায় তারা। রাতের অন্ধকারে কুপিলা ঘাট দিয়ে মহিষ পারাপারের সময় জলে পড়ে মৃত্যু হয় ওয়াজেদের, এমনটাই প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাচার চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খুঁজে বের করার চেষ্টাও চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।