Cattle Scam: শুক্রবার ফের অভিযানে CID ! গোরু পাচার কান্ডে মুর্শিদাবাদে তৎপর সিআইডি

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ গরু পাচার কান্ডের তদন্তে মুর্শিদাবাদে তৎপরতা তুঙ্গে সিআইডি’র CID । শুক্রবার সকালে বহরমপুরে সিআইডি অফিসে নিয়ে আসা হয় গরু পাচার কান্ডে ধৃত জেনারুল শেখকে Jenarul Sekh । এনামুল ঘনিষ্ট জেনারুলকে এদিন জেরা করে সিআইডি । সেখানে জেরা হয় তাঁকে। এদিন ফের জঙ্গিপুরের Jangipur উদ্দেশ্যে রওনা দিয়েছে সিআইডি’র তদন্তকারী দল। প্রশ্ন উঠছে, এবার সিআইডি’র রাডারে কারা ?

শনিবার সন্ধ্যেয় গরু পাচারের তদন্তে নেমে জেনারুল শেখ নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে সিআইডি। বর্তমানে সিআইডি’র হেফাজতেই আছেন জেনারুল। সূত্রের খবর, ধৃত জেনারুলকে দফায় দফায় জেরা করে গরু পাচফার তদন্তে বাকিদের খোঁজ চালাচ্ছে সিআইডি।

গোরু পাচারের ( Cow Smuggling) তদন্তে নেমে বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানার (Raghunathganj) ‘সোনার বাংলা’ (Sonar Bangla) হোটেল সিল করে দেয় সিআইডি (CID) । বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জের ওমরপুর মোড়ে ওই হোটেলে অভিযান চালায় সিআইডি। জানা যায়, গরু পাচার কান্ডে ধৃত এনামুল হকের ঘনিষ্ট এই ব্যক্তি ওই হোটেল চালাতেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানো হয় ।
শুক্রবার সিআইডি তদন্তে চালাবে কোথায় ? সেই প্রশ্ন ঘিরেই কৌতূহল সব মহলে।