Cattle Scam: রঘুনাথগঞ্জে এনামুলের ভাগ্নের রাইস মিল সিল করল CID, হানা নবগ্রামেও

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ গরু পাচার কান্ডের তদন্তে নেমে এবার এনামুল হকের ভাগ্নের রাইস মিল সিল করে দিল সিআইডি। শুক্রবার দুপুরে রঘুনাথগঞ্জের তালাই মোড়ে এই রাইস মিলে হানা দেয় সিআইডি তদন্তকারীরা। সূত্রের খবর, রঘুনাথগঞ্জ থানার তালাই মোড়ের পাশে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া জে এইচ এম রাইস মিলটি গরু পাচার কাণ্ডে ধৃত এনামুলের ভাগ্নে হুমায়ুন ওরফে পিন্টুর । সেখানেই এদিন অভিযানের পর এদিন বিকেলেই রাইস মিলটি সিল করে দেওয়া হয়। উল্লেখ্য, গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জের ‘সোনার বাংলা’ হোটেল সিল করে দেয় সিআইডি।

দুপুরে জেএইচএম রাইস মিল সিল করে দিল সিআইডি। সিল করে দেওয়া হয়েছে প্রত্যেকটি গেট। সিল করা হল মূল গেটও, তার আগেই চাল কল থেকে বের করে দেওয়া হয় কর্মচারীদের । বের করে দেওয়া হয় নিরাপত্তারক্ষী দের। চাল কলের ভিতরে রয়েছে বেশ কয়েকটি গাড়ি। সিআইডি সূত্রে খবর, চাল কলের কোন বৈধ আধিকারিক নেই। সেই কারণেই সিল করে দেওয়া হয়েছে রাইস মিল। রাইস মিলের অধিকাংশ যন্ত্রপাতি আগেই বিক্রি করে দেওয়া হয়েছে হাইদ্রাবাদের একটি সংস্থার কাছে। অবশিষ্ট যন্ত্রপাতিও রাইস মিলের ভেতরেই রেখে দেন সিআইডি আধিকারিকরা। সিআইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছুওই ফাইলও। ফাইলগুলি খতিয়ে দেখবে সিআইডি। এর পরে নবগ্রামে জেএইচএম রাইস মিলেও হানা দেয় সিআইডি’র তদন্তকারীরা। সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্তও হয়।