Catla in hilsha net, Samserganj ডিঙ্গা নিয়ে গঙ্গায় জাল ফেলেন ইলিশের খোঁজে। কিন্তু জালে উঠল বিশাল আকারের কাতলা মাছ। মাছ দেখে অবাক মৎস্যজীবীরা। সামশেরগঞ্জে গঙ্গায় পেল্লাই সাইজের কাতলা জালে ওঠায় মুখে হাসি ফুটল মৎস্যজীবীদের। বিরাট আকারের কাতলা মাছের ওজন প্রায় ১০ কেজি।
এই মাছ দেখার জন্য কাতারে কাতারে ভিড় জমে গেল মানুষের। বাজারে দরও মিলছে ভালোই। বৃহস্পতিবার ভোরে সামশেরগঞ্জের শিবনগর ঘাটে এক মৎস্যজীবীর ইলিশের জালে ওঠে ১০ কেজির কাতলা মাছ। মৎস্যজীবি জানান, বড় আকারের মাছ বেশ কিছুদিন ধরেই জালে উঠছে। কত দামে বাজারে বিক্রি হল এই মাছ? জানা যায়, এই বিশাল সাইজের কাতলা মাছ বাজারে বিক্রি হয় ৬০০ টাকা কেজি দরে। ইলিশের দেখা না মিললেও গঙ্গায় পেল্লাই কাতলার দেখা মেলায় খুশি মৎস্যজীবী, ব্যবসায়ীরা।