নিজস্ব প্রতিবেদনঃ শুরু হয়েছে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের জন্যে SIR (SIR) এর বাড়ি বাড়ি ফর্ম বিলি। আগামী বিধানসভা ভোটের আগে যা উত্তেজনা বাড়িয়েছে। এর মাঝেই এবার CAA সহায়তা ক্যাম্প বা জাতীয় নাগরিক পঞ্জি শিবির চালু করল বিজেপি। বিজেপি মুর্শিদাবাদ (Murshidabad) সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা বিজেপি (BJP) কার্যালয়ে বৃহস্পতিবার উদ্বোধন করা হল সিএএ সহায়তা কেন্দ্রের। এসআইআর আবহে এই সহায়তা ক্যাম্প নিয়ে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কারণ সিএএ এর সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক রয়েছে। মুর্শিদাবাদ জেলার সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। ফলে যা নিয়ে হইচই পড়েছে। তবে এই নিয়ে কী বললেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ?
আরও পড়ুনঃ Berhampore SIR বহরমপুরে SIR আতঙ্কের বলি !

Murshidabad CAA Camp মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পক্ষ থেকে CAA শিবিরের উদ্বোধন নিয়ে গৌরীশঙ্কর ঘোষ বলেন, যাদের ২০০২ সালে ভোটার তালিকায় নাম নেই, যেসব হিন্দুরা ধর্মীয় কারণে ভারতে আশ্রয় নিয়েছেন, তারা এদেশে আছেন। তারা যখন এসেছেন ভোটার তালিকায় নাম তুলেছেন। তবে তারা যাতে প্রকৃত নাগরিকত্ব পান তার জন্য সিএএ-র আবেদনের কথা বলা হয়েছে। মানুষ বিভান্তির মধ্যে না পরে তাই বিজেপির মুর্শিদাবাদ জেলা কার্যালয়ে বিনা পয়সায় CAA সহায়তা কাম্প চালু হল। এখানে যারা ২০০২ এর পরে এসেছেন তারা বিনা পয়সায় নাগরিক হিসাবে নাম তুলতে পারবেন এবং আগামী দিনে ২০২৬ এর ৭ ফেব্রুয়ারী যে ভোটার তালিকা বেরাবে সেখানে দেখবেন কোনও হিন্দু, বৌদ্ধ, জৈনের নাম বাদ যায়নি। শুধুমাত্র তাঁদেরকে CAAতে আবেদন করতে হবে।
Murshidabad CAA Camp বিজেপির সিএএ সহায়তা কেন্দ্র নিয়ে বিরোধিতায় সরব শাসক তৃণমূল। এই নিয়ে বহরমপুর-মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার বলেন, যে নেতারা বলছেন এটা হল ভোটার তালিকায় নাম তোলা। এর সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই। তাহলে নাগরিকত্বের দোকান কেন খুললে? প্রমাণিত করতে যাবেন না।
একদিকে এসআইআর, অন্যদিকে সিএএ সহায়তা কেন্দ্র- ২৬ এর বিধানসভা ভোটের আগে শাসক বনাম বিরোধী তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃনমূলের দাবি- সিএএ ফাঁদ পেতেছে বিজেপি! নিজেকে বিদেশী বলে চিহ্নিত করতে যাবেন না। অপূর্ব সরকার আরও বলেন, যাদের আধার কার্ড আছে, সব মানুষের কাছে অনুরোধ, এই মুর্শিদাবাদ জেলায় কেউ সিএএ তে দরখাস্ত করতে যাবেন না।
Murshidabad CAA Camp মুর্শিদাবাদের বিধায়ক বলেন, মৃত ভোটার ও একাধিক জায়গায় নাম লিখলেই তাঁরা শাসকদল। কারণ তাঁরা সেই ভোটগুলি করে ক্ষমতায় যেতে চায়। ঘটনায় অভিযোগ- পাল্টা অভিযোগে সরগরম মুর্শিদাবাদের রাজনীতি।














