এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

C V Ananda Bose সহযাত্রী শিক্ষিকার অনুরোধ, হঠাৎ জিয়াগঞ্জের স্কুলে রাজ্যপাল

Published on: November 25, 2025
C V Ananda Bose

C V Ananda Bose  দুদিনের সফরে মুর্শিদাবাদে পৌঁছেই সোজা স্কুলে Governor of West Bengal রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার দুপুরে হঠাৎই রাজ্যপালের কনভয় দাঁড়ায় জিয়াগঞ্জের এক স্কুলের সামনে। রাজ্যপালের হঠাৎ আগমনে ছাত্রীরাও বিস্মিত। এদিন দুপুরে রাজ্যপাল জিয়াগঞ্জ সুরেন্দ্র নারায়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে যান। রাজ্যপাল স্কুলে আসায় স্কুলের তরফেও থাকে বিশেষ আয়োজন। শঙ্খ বাজিয়ে, ফুল দিয়ে বরণ করা হয় রাজ্যপালকে। স্কুলের ছাত্রীরা করতালির মাধ্যমে স্বাগত জানান রাজ্যপালকে। ছাত্রীদের উদ্দ্যেশ্যেও হাত নেড়ে অভিনন্দন জানান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এরপরেই স্কুলের শিক্ষিকা, ছাত্রীদের তরফে সংবর্ধনা জানানো হয় রাজ্যপালকে। রাজ্যপাল স্কুলে আসায় ছাত্রীদের মধ্যে থাকে প্রবল উদ্দীপনা। স্কুল ক্যাম্পাসে ভিড় জমে ছাত্রীদের। ছাত্রীদের উদ্দ্যেশ্যেও বিশেষ বার্তা দেন রাজ্যপাল।

আরও পড়ুন- CV Ananda Bose in Murshidabad এস আই আর, হাসিনা আবহে মুর্শিদাবাদে পৌঁছলেন রাজ্যপাল

সংবর্ধনা জানানো হয় রাজ্যপালকে

 

C V Ananda Bose  ছাত্রীদের উদ্দ্যেশ্যে কী বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস?

C V Ananda Bose  রাজ্যপাল C V Ananda Bose বলেন, “আমরা ভারতবাসী। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভারত মহান। ছাত্রীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন,
‘ মেরা ভারত মহান, ঝাণ্ডা উচা রাহেগা হামারা, ভারত মাতা কী জয়’। এরপরেই বাংলায় বলেন, ‘ ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে আমার জন্মভূমি’। রাজ্যপাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে এদিন বলেন,- ‘ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন – বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু , বাংলার ফল,পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান ‘। এরপরেই বলেন- চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। তিনি ধন্যবাদ জানান সকলকে।”

ছাত্রীদের ভিড়

 

আরও পড়ুন- Mamata Banerjee ডিসেম্বরে মুর্শিদাবাদে CM মমতা বন্দ্যোপাধ্যায়, করবেন সভা

C V Ananda Bose   ট্রেনে সহযাত্রী শিক্ষিকার অনুরোধেই আচমকা জিয়াগঞ্জের স্কুলে রাজ্যপাল C V Ananda Bose

C V Ananda Bose  মঙ্গলবার সকালে রানাঘাট থেকে ট্রেনে  বহরমপুর স্টেশনে আসেন রাজ্যপাল। সেখান থেকে সার্কিট হাউস। এরপরেই জিয়াগঞ্জের উদ্দ্যেশ্যে রওনা দেয় রাজ্যপালের কনভয়। জিয়াগঞ্জে গিয়েই সোজা স্কুলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও রাজ্যপালের স্কুলে যাওয়া একেবারেই আকস্মিক এমনটাই জানিয়েছেন জিয়াগঞ্জ সুরেন্দ্র নারায়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের বাংলা শিক্ষিকা চন্দ্রানী হালদার। তিনি বলেন,   কলকাতা স্টেশন থেকে জিয়াগঞ্জ আসার জন্য ট্রেনে আসছিলেন। একই কামড়ায় ছিলেন  রাজ্যপাল।  মুর্শিদাবাদের জিয়াগঞ্জে আসছেন রাজ্যপাল। এই শুনে সহযাত্রী হিসেবে ওনাকে আন্তরিকভাবে স্কুলে আসার অনুরোধ করি। স্কুলে কতজন পড়ুয়া, সাংস্কৃতিক পরিবেশ কেমন, কী কী বিষয় পড়ানো হয়-  জিয়াগঞ্জ কেমন- সবটাই খোঁজ খবর নেন তিনি। শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে তিনি আসার জন্য রাজি হন।

শিক্ষিকাদের তরফে সংবর্ধনা জানানো হয় রাজ্যপালকে

 

C V Ananda Bose  রাজ্যপালের এই ঝটিকা সফর নিয়ে  ছাত্রীদের সাথেই উচ্ছ্বসিত স্কুলের শিক্ষিকা, সমস্ত কর্মীরা। স্কুলের পরীক্ষা ছিল এদিন। পরীক্ষা শেষ হওয়ার পরেই ছাত্রীরা রাজ্যপালের হঠাৎ আগমনে বার্তি অক্সিজেন পেল বলেই জানিয়েছেন স্কুলের শিক্ষিকারা।

রাজ্যপালের সাথে স্কুলের শিক্ষিকা, ছাত্রীরা

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now