এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Burwan Woman Consequence পাঁচথুপিতে বধূর চরম পরিণতিতে রহস্য

Published on: December 13, 2025
Burwan Woman Consequence

Burwan Woman Consequence মৃতদেহ সংরক্ষণ করতে আবেদন

Burwan Woman Consequence Panchthupi News বড়ঞা (Burwan) থানা এলাকার পাঁচথুপিতে বধূর রহস্য মৃত্যু। ঘটনায় খুনের অভিযোগ তুলেছে পরিবার। ২৪ বছরের মীরা বেগমের মৃত্যুতে শোক-আক্রোশে উত্তাল দুই গ্রাম। শনিবার বড়ঞা থানা পুলিশ দেহটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। খড়গ্রাম থানার (Khargram) বুধরাপাড়া গ্রামের মীরার বিয়ে হয়েছিল বড়ঞা থানার পাঁচথুপি গ্রামে। সেখান থেকেই শুক্রবার তাঁর মৃত্যুর মর্মান্তিক খবর পৌঁছয় বাপের বাড়িতে। মৃতার বাবা মীরাজুল সেখের অভিযোগ, এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন।’ ঘটনায় মৃতদেহ সংরক্ষণ করতে আবেদন জমা পড়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ Murshidabad News মুর্শিদাবাদে এক রাতে উদ্ধার ১০০ + , কোথাও ব্যাগে কোথাও ড্রামে কী ?

Burwan Woman Consequence

Burwan Woman Consequence Panchthupi News মৃতার পরিবারের বক্তব্য

Burwan Woman Consequence Panchthupi News মৃতার বাবা জানিয়েছেন, “আট বছর আগে মেয়েকে বিয়েতে দিয়েছিলাম ২ ভরি সোনা, ৪০ হাজার টাকা নগদ। আর যা যা দেওয়া সম্ভব সবই দিয়েছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই জামাই মেয়েকে নিত্যদিন মারধর করত। সপ্তাহখানেক আগেই চরম মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। দু’দিন আগে গ্রামে মীমাংসা করে আমরা আবার মেয়েকে পাঠাই। গতকাল মেয়ে নিজেই ফোন করে বলে যে আবার তাকে মারধর করা হচ্ছে। আর আজ খবর পেলাম—মেয়ের মৃত্যু!” পরিবারের অভিযোগ, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলেও এটি পরিকল্পিত খুন। তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন।

মৃতার এক আত্মীয় বলেন, আমার ভাইজি সংসারে ঝামেলার পরে বাপের বাড়ি চলে এসেছিল। মীমাংসার পর ওঁদের কথা মতো ১০ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টের সময় পাঠিয়ে দিই। ১২ তারিখ সকালে মেয়ের মা ফোন করেছিল। তাতে জামাই মেয়েকে ফোন দেয়নি। বেলা সাড়ে ১১ টা নাগাদ খবর পাচ্ছি মেয়ে না কি আত্মহত্যা করেছে? ওঁরা খবর দেয়নি।

Burwan Woman Consequence আর কত মেয়ের প্রাণ গেলে সমাজ জাগবে?

Burwan Woman Consequence Panchthupi News “আর কত মেয়ের প্রাণ গেলে সমাজ জাগবে?” মীরা বেগমের অকাল মৃত্যু ঘিরে শোকের ছায়া পাঁচথুপি ও বুধরাপাড়া—উভয় গ্রামেই। প্রতিবেশীরা বলছেন—“একটা ২৪ বছরের মেয়ে কত যন্ত্রণা সহ্য করলে এমন পরিণতি আসে! সমাজ কি কিছুই শিখছে না?”

Burwan Woman Consequence

Burwan Woman Consequence Panchthupi News সমাজের সামনে প্রশ্ন

Burwan Woman Consequence Panchthupi News মেয়েদের ওপর নির্যাতন, পণ-অভিযোগ, মানসিক ও শারীরিক অত্যাচারের ঘটনা-আর কত?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now