Burwan TMC Meeting ২২ এর পর ২৫। মাত্র তিন দিনের ব্যবধান। গত শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বড়ঞায় (Burwan) পরিবর্তন সংকল্প সভার পাল্টা মঙ্গলবার সেই বড়ঞাতেই সভা করল তৃনমূল কংগ্রেস। SIR ইস্যুতে প্রতিবাদ সভায় হাজির ছিলেন রাজ্যসভার সাংসদ, আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। শুভেন্দুর ‘২৬ এ শুন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়’ এই মন্তব্যের প্রেক্ষিতে সাংসদ বলেন, ‘ ওঁর জন্য একরাশ শুভেচ্ছা। উনি ২২ টা সিট জিতবেন । আগাম লাল গোলাপের স্তবক রইল, পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব।”

আরও পড়ুনঃ Humayun Kabir News কংগ্রেসের তীব্র আক্রমণ, জবাবে কী বললেন হুমায়ুন কবির?
Burwan TMC Meeting এদিনের সভা মঞ্চে তৃণমূল নেতৃত্বের নিশানায় ছিলেন শুভেন্দু অধিকারী। বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার এদিন কার্যত চ্যালেঞ্জ ছোড়েন বিরোধী দলনেতাকে।
Burwan TMC Meeting এদিনের মঞ্চে অপূর্ব সরকার ছিলেন আক্রমণাত্মক। শুভেন্দুকে (Suvendu Adhikary) নিশানা করে তিনি বলেন- ” ২০২১ এ কংগ্রেস আর সিপিএম শূন্য থেকে মহাশূন্যে গেছে। ২০২৬ এ ধর্ম নিরপেক্ষতার পক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুর্শিদাবাদের (Murshidabad) উন্নয়নের জন্যে , বড়ঞার উন্নয়নের জন্য মুর্শিদাবাদের ২২ টি সিট মহাশূন্যে পাঠিয়ে দিতে চাই। গতবার ২২ এ ২০ আর ২২- ২২ আজ বলে গেলাম। এই বড়ঞায় ৫৫৮ টা ভোটে জিতে বিজেপি মনে করছে দখল করবে। তলা দেখুন ফাঁকা হয়ে গেছে।” শুভেন্দুকে নিশানা করে অপূর্বর প্রশ্ন, ”দু কোটি চাকরি, হিসাব দেবেন বড়ঞায় এসে।”
Burwan TMC Meeting শুভেন্দু অধিকারী বড়ঞার সভা থেকে কার্যত জেলায় বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দেন। তিনি সভা থেকে হুংকার ছেড়েছিলেন, কীভাবে তৃণমূলের হয়ে এক সময় মুর্শিদাবাদ জেলা দখল করেছিলেন সেকথা জানিয়ে। এদিন তৃণমূল পাল্টা মোদীর ২ কোটি চাকরির প্রতিশ্রুতির বিষয় স্মরণ করিয়ে হিসেব চেয়েছে। এবার বিধানসভা ভোটে বড়ঞা খুব গুরুত্বপূর্ণ। গত লোকসভা ভোটে এখানে এগিয়ে ছিল বিজেপি। এখানকার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতিতে জেলে।















