নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ মুর্শিদাবাদের বড়ঞায় বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। পঞ্চায়েত ভোটের আগে দীর্ঘদিন ধরে এলাকা দখলের লড়াই চলছিল তৃণমূলের দুই গোষ্ঠীর। সেই দ্বন্দ্ব থেকে রবিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের পাঁপড়দহ গ্রাম। বোমাবাজিতে মৃত্যু হয় অমর শেখ নামের এক তৃণমূল কর্মীর। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষ । পুলিশকে দেহ নিয়ে যেতে বাধাও দেওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মৃতের আত্মীয়দের দাবি, তারাও তৃণমূল করেন। হামলা করেছেন তৃণমূল অঞ্চল সভাপতির অনুগামীরা।