Burwan শুক্রবার সাত সকালে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল রাস্তায়। দ্রুত গতিতে আসা ট্যাঙ্কার ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারল সাইকেলে। তাতেই বড়ঞার সুন্দরপুর এলাকায় হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কে ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ গেল এক সাইকেল আরোহীর। দুর্ঘটনার পরেই ঘাতক ট্যাঙ্কার চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে টগর মণ্ডল নামে এক ব্যক্তি সাইকেল চালিয়ে সুন্দরপুর থেকে বাহাদুরপুরের দিকে যাচ্ছিললেন। তখনই হলদিয়া- ফারাক্কা রাজ্য সড়কে বর্ধমানের দিক থেকে কটি ট্যাঙ্কার আসছিল। সুন্দরপুরের কাছে ট্যাঙ্কারটি অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহী টগর মণ্ডলের। মৃত ব্যক্তি বড়ঞা থানার অন্তর্গত মালিয়ান্দি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্যাঙ্কার সহ চালক ও খালাসিকে আটক করে। দুর্ঘটনার পরেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যেই এলাকায় ঘটছে দুর্ঘটনা। বেপরোয়া গাড়ি চলায় ঘটছে প্রাণহানি। দুর্ঘটনা রুখতে এলাকায় ট্রাফিকের দাবিও জানান এলাকার বাসিন্দারা।
Burwan দুমড়ে মুচড়ে গেল সাইকেল! বড়ঞার রাস্তায় ঘটে গেল এ কী ঘটনা?
By Imagine Desk
Published on: February 21, 2025









