এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Burwan School Water Leakage বড়ঞার প্রাথমিক স্কুলের ছাঁদ চুয়ে পড়ছে বৃষ্টির জল

Published on: August 2, 2024
Burwan School Water Leakage

Burwan School Water Leakage স্কুলের দেওয়াল ও ছাদে বড় বড় ফাটল। স্কুলের ছাদ চুরে পরছে বৃষ্টির জল। এর জেরেই পরীক্ষা না নিয়েই ছুটি দিয়ে দেওয়া হল বড়ঞার একটি প্রাথমিক স্কুলে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। লাগাতার বৃষ্টি চলছে। বড়ঞা ব্লকের পচ্ছিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবারও ছিল পরীক্ষা । তবে এদিন স্কুলে দেখা যায় ছাঁদ চুয়ে পরছে বৃষ্টির জল। ঘর বারান্দা সব জায়গায় জমে গিয়েছে জল। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।

এর জেরেই এদিন স্কুল ছুটি দিয়ে দেন প্রধান শিক্ষিকা। স্কুলের প্রধান শিক্ষিকার দাবি উর্ধোতন কতৃপক্ষকে সমস্যার কথা জানিয়েও সুরাহা মেলেনি। পাশে নতুন বিল্ডিং তৈরির কাজ শুরু হলেও তা সম্পন্ন হয়নি এখনও। এদিন অনেক ছাত্র ছাত্রী স্কুলে আসলেও তারা বাড়ি চলে যায়। তবে এইভাবে চলবে কতদিন। সমস্যা সমাধানের দিকে তাকিয়ে এলাকার বাসিন্দা থেকে শিক্ষক শিক্ষিকারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now