Burwan News মর্মান্তিক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে। প্রাণ গেল তিন জনের। গুরুতর আহত আরও দুজন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে বড়ঞার কয়থা বৈদ্যনাথপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরবাইকের সংঘর্ষ ঘটে। রাস্তাতেই ছিটকে যান দুই বাইকে থাকা চালক, যাত্রীরা। মাথায় ছিল না হেলমেট। মাথায় আঘাত গুরুতর হওয়ায় রক্তক্ষরণে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। মৃতদের মধ্যে এক শিশুও আছে।
Burwan News দুর্ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ছুটে আসেন স্থানীয় লোকজন। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Burwan News কীভাবে ঘটল দুর্ঘটনা?
Burwan News প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বাইকের বেপরোয়া গতি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মর্মান্তিক পরিণতি তিনজনের।
Burwan News জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে দুটি বাইকের সংঘর্ষ ঘটে। দুটি বাইকেই তিন জন করে আরোহী ছিলেন। দ্রুত গতিতে একটি ডাম্পার পাশ দিয়ে যাওয়ার সময় দুটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। মোটর বাইকে থাকা শিশু কন্যা সহ অপর বাইকে থাকা আরও দু’জনের মৃত্যু হয়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় দু’জনকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। যদিও মৃত ও আহতদের এখনও পর্যন্ত পরিচয় জানা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।