Burwan News রাজ্য সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত একাধিক

Published By: Imagine Desk | Published On:

Burwan News হলদিয়া- ফরাক্কা রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। সপ্তাহের প্রথম দিনেই যাত্রীবাহী বাস ও দশ চাকা ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ছড়াল তীব্র চাঞ্চল্য। মুর্শিদাবাদেবড়ঞা থানার কড়ালিতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির জেরে যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় দশ চাকা ডাম্পার। ঘটনার জেরে আহত হন যাত্রীবাহী বাসের চালক ও একাধিক যাত্রী সহ ডাম্পার চালক ও খালাসী। স্থানীয় লোকজন ছুটে এসে কোনরকমে আহতদের উদ্ধার করেন।

দুমড়ে মুচড়ে যাওয়া বাস ও ডাম্পার

 

Burwan News খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়ঞা থানার পুলিশ।  স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর না থাকলেও যাত্রীবাহী বাস চালকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশের পক্ষ থেকে ঘাতক গাড়ি দুটিকেই বাজেয়াপ্ত করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।