Burwan News ভাঙল না ঘুম! বৃদ্ধার সাথে ঘটল কী? বড়ঞা কাণ্ডে রহস্য

Published By: Imagine Desk | Published On:

Burwan News নিজের বাড়িতেই একি ঘটনা ঘটল বৃদ্ধার সাথে! দানা বাঁধছে রহস্যের। উঠছে একাধিক প্রশ্ন। বুধবার সকালে মুর্শিদাবাদেবড়ঞা থানার অন্তর্গত কুমরাই গ্রামের বাসিন্দা এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি থেকেই উদ্ধার হয় অঞ্জলী মন্ডলের মৃতদেহ।

Burwan News  কী অভিযোগ মৃতের মেয়ের?

Burwan News মৃতের মেয়ের এই ঘটনায় নেপথ্যে চাঞ্চল্যকর অভিযোগ করছেন। পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলছেন মৃতের মেয়ে। মৃতের মেয়ে চিন্তা মণ্ডল বলেন, ‘ মাকে মেরে ফেলা হয়েছে। দাদা, বউদি, বউদির মা এই কাণ্ড ঘটিয়েছে। দোষীদের শাস্তি চাই। ‘ মৃতের এক ভাইপো সুবল কুমার মণ্ডল বলেন, ‘সকাল সাড়ে ছটার সময় ফোন মারফৎ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। দেখি মৃতদেহ। পিসির মুখে আঘাতের চিহ্ন ছিল।’

তদন্তে পুলিশ

 

Burwan News  অভিযোগ অস্বীকার মৃতের ছেলের

Burwan News যদিও অভিযোগ মানতে নারাজ মৃতের ছেলে। মৃতের ছেলে পীযূষ মণ্ডল বলেন, আঘাতের চিহ্ন দেখে এই অভিযোগ করছে। কিন্তু যেটা ভাবছে সেটা নয়। মাকে কেউ মারতে পারে। এক বছর আগে বোনের বাড়ি থেকে মা আমার বাড়িতে চলে আসে।’  

Burwan News খবর পেয়ে ঘটনাস্থলে যায়  বড়ঞা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কীভাবে বৃদ্ধার মৃত্যু হল তা খতিয়ে দেখছে বড়ঞা থানার পুলিশ।