Burwan News: বড়ঞায় তৃণমূল অফিস নিয়ে কোন্দল ! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্তঃ তৃণমূল কংগ্রেসের অফিস নিয়ে বড়ঞায় ফের প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর চাপানউতোর । তৃণমূলের ব্লক সভাপতি হয়েছেন রবীন কুমার ঘোষ। এর পরেই প্রাক্তন সভাপতির অধীনে থাকা এক অফিস নিয়েই চরমে উঠল কোন্দল । প্রাক্তন ব্লক সভাপতি গোলাম মুর্শেদ ওরফে জর্জের দাবি, কুলির মোড়ে এক ব্যাঙ্কের নীচে বাড়ি ভাড়া নিয়ে দলের অফিস শুরু করেছিলেন তিনি । রাতে থানার ওসি’র ডাকে কুলিতে সেই অফিস খুলতে এসেছিলেন তিনি। থানাই চাপ দেয় দলের অফিস খুলতে। হয় মিছিলও। এরপরেই তৃণমূল নেতার গাড়ি চালককে মারধর করা হয় বলে অভিযোগ। রাতে ধাক্কাধাক্কি হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যেও। এইবছর মার্চ মাসেই পদ হারিয়েছেন গোলাম মুর্শেদ।

সরাসরি গোষ্ঠীকোন্দলের অভিযোগ না তুললেও। পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। ভিডিওর সত্যতা যাচাই করেনি ইমাজিন কমিউনিটি মিডিয়া।
বিধায়ক জীবনকৃষ্ণ সাহা অবশ্য সব অভিযোগ উড়িয়ে পুলিশের প্রশংসাই করেছেন । বিধায়কের দাবি, প্রাক্তন ব্লক সভাপতিই দলের অফিস খুলতে ডেকেছিলেন। ঘটনায় পুলিশ ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।