Burwan বহরমপুর লোকসভা কেন্দ্রের বড়ঞা । লোকসভা নির্বাচনে বীরভূম লাগোয়া এই বিধানসভায় টার্গেট সব দলের ।. সোমবার বড়ঞায় সভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা JP Nadda । এবার বুধবার সেই বড়ঞাতেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় Mamata Banerjee। ডাকবাংলো কিষাণ মান্ডিতে হবে মুখ্যমন্ত্রীর সভা।
বুধবার সকাল থেকে এই বড়ঞা বিধানসভা এলাকায় ঘুরলেন কংগ্রেসের প্রার্থী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । এক সময়ে বড়ঞা ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি । আরএসপি’র হাত থেকে বড়ঞার দখল নিয়েছিলেন অধীর। বিধায়ক হয়েছিলেন প্রতিমা রজক। কিন্তু একুশের ভোটে বড়ঞা বিধানসভায় জেতেন তৃণমূলের জীবন কৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতি কান্ডে জেলে রয়েছেন ওই বিধায়ক। একুশে বড়ঞায় ভোট বাড়ায় বিজেপি। পঞ্চায়েত নির্বাচনেও বড়ঞায় ভালো ভোট পেয়েছে বিজেপি। বড়ঞায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলও শাসক দলের মাথা ব্যাথার কারণ।
সেই বড়ঞায় ভোট ফেরানো এখন অধীরের কাছে চ্যালেঞ্জ। বুধবার গ্রামে গ্রামে ঘুরে অধীর সারলেন জনসংযোগ। বুধবার সকালে নবগ্রাম বিধানসভার নন্দিবানশ্বর থেকে প্রচার শুরু করেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। হুডখোলা গাড়িতে বাম ও কংগ্রেস নেতা কর্মীদের সাথে নিয়ে এদিন সাবলপুর, সাটিতারা, কামদেববাটি, ডাকবাংলা, গ্রাম শালিকা সহ বিভিন্ন এলাকায় প্রচার সারলেন অধীর চৌধুরী।
সোমবার বড়ঞায় বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহার হয়ে প্রচারে সভা করেন জেপি নাড্ডা। ওই সভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এদিন বড়ঞাতেই তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে সভা করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কী বলেন সেই বিষয়ে নজর সব পক্ষের।