Burwan Drain Demand তৈরি হচ্ছে রাস্তা। সেই রাস্তার দুই ধারে জমে যাচ্ছে জল। জল ঢুকছে বাড়িতেও। রাস্তার পাশে হাইড্রেন নির্মাণের দাবিতে বড়ঞা থানার Burwan Police Station কাতুঁর-জালিবাগান মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । স্থানীয়দের দাবি, কান্দি সাইথিয়া রাজ্য Kandi To Sainthia Road সড়কে তৈরি হচ্ছে নতুন রাস্তা । কাতুর জালিবাগান এলাকায় রাস্তা উঁচু হয়ে যাওয়ায় নিকাশিতে সমস্যা বাড়ছে । নেই হাইড্রেন। জল ঢুকে যাচ্ছে বাড়িতে । এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তার পাশে হাইড্রেন নির্মানের দাবিতে পূর্ত দপ্তরে আবেদন করেছেন এলাকার বাসিন্দারা। সেই ড্রেন নির্মান না হওয়ায় বৃহস্পতিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। স্থানীয়দের সাথে কথা বললে অবরোধ উঠে যায়।
Burwan Drain Demand রাস্তা ভাসছে জলে। ড্রেন কই ? বিক্ষোভ বড়ঞায়
Published By: Madhyabanga News |
Published On: