Burwan Case  ৫ বছরের শিশুর সঙ্গে কুৎসিত কান্ড বড়ঞায়

Published By: Imagine Desk | Published On:

Burwan Case মাত্র পাঁচ বছরের শিশুর সঙ্গে কুৎসিত কান্ড মুর্শিদাবাদের Murshidabad  বড়ঞায় । বাড়ির সামনে থেকে শিশুকে তুলে নিয়ে গিয়ে চালানো হল নির্যাতন। ঘটনায় প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছেন পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো POCSO  ধারায় দায়ের হয়েছে মামলা। ধৃতকে পেশ করা হয়েছে কান্দি আদালতে।

Burwan Case  ঠিক কী অভিযোগ ?

শনিবার দুপুরে  বাড়ির বাইরেই খেলছিল ওই শিশু।  শিশুটির বাবার এক বন্ধু জানিয়েছেন , ‘‘ওই শিশুর  বাবার সঙ্গে দুপুরে ছাদে বসে গল্প করছিলাম । সে  বাড়ির বাইরে খেলছিল । হঠাৎ এক যুবক এসে তুলে নিয়ে চলে যায় তাকে । আমি ওর বাবাকে জানাই। বাইরে এসে খোঁজা শুরু করি”। স্থানীয়দের দাবী, পাশেই একটি জঙ্গলে শিশুকে উদ্ধার করা হয়। সেই সময় অচৈতন্য অবস্থায় ছিল ওই শিশু । গ্রামের মানুষ ওই যুবকের উপর চড়াও হয়। পুলিশ এসে আটক করে ঐ যুবককে। রবিবার তাকে পেশ করা হয় কান্দি মহকুমা আদালতে। শিশুর চিকিৎসা চলছে।