মাথায় ঋণের বোঝা, কেরলে কাজ করতে গিয়ে মৃত্যু ডোমকলের পরিযায়ী শ্রমিকের।

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্ক, ২৯ অক্টোবরঃ মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জব্বার শেখ নামে এক ব্যাক্তি কেরলে কাজ করতে গিয়ে প্রাণ হারান। পরিবার সূত্রে জানা যায়, তিন মাস আগে তিনি কাজ করতে যান কেরলে। সেখানেই একটি সিমেন্টের গোডাউনে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন জব্বার শেখ। এদিন রবিবার কাজ করছিলেন গোডাউনে। হঠাৎ অত্যাধিক গরম লাগতে শুরু করে তাঁর। এমন পরিস্থিতিতে অসুস্থ বোধ করায় তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই আকস্মিত মৃত্যু হয় জব্বার শেখের। আপাতত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে মৃতদেহ। শোকের ছায়া নেমে এসেছে পরিবারের ওপর।

পরিবার সূত্রে জানা যায়, ‘তিন মাস আগে কাজ করতে গিয়েছিল। বাড়িতে রয়েছে দুই মেয়ে এবং বউ। কদিন আগেই বড় মেয়ের বিয়ে দেয়। তারপরেই নানান ঋণের চাপে চাপা পরেছিল। এবং সেই চাপ মুক্তো করার জন্যেই কেরলে সিমেন্টের গোডাউনে কাজ করতে যায়।’ এবং সেখানেই ঘটে বিপত্তি। মৃত্যু হয় কাজ করতে করতে। পরিবারের আরজি জানাচ্ছেন সরকারের কাছে। কারণ পরিবারের একমাত্র টাকা রোজগারের মানুষ ছিলেন উনি। এখনও একটি মেয়ে রয়েছে এবং আর্থিক ভাবেও সেই ভাবে সচ্ছল নয় এই পরিবার। যদি কোনভাবে একটি কাজের ব্যবস্থা করে দেওয়া যায়।